Coffee House: 'কফি হাউসের সেই আড্ডাটা' এখন কলকাতার পাশাপাশি ডায়মন্ড হারবারেও বসবে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
কফি হাউসের সেই আড্ডা এবার বসবে ডায়মন্ডহারবারে। ডায়মন্ড হারবার থানার পাশে মাধবপুরে উদ্বোধন হয়েছে কফিহাউসের প্রথম শাখা।
ডায়মন্ডহারবার: কফি হাউসের সেই আড্ডা এবার বসবে ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার থানার পাশে মাধবপুরে উদ্বোধন হয়েছে কফিহাউসের প্রথম শাখা। এখানে ১৫০ জনের বসার ব্যবস্থা আছে। কলকাতা কফি হাউসে এসি না থাকলেও, এখানে এসির ব্যবস্থা আছে। রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম বন্দর শহর ডায়মন্ড হারবার। এবার সেই শহরের মুকুটে জুটেছে নতুন পালক। এখানে বেড়াতে আসা মানুষেরা কফি হাউসের স্বাদ পাবেন। শহরের কিছু সাহিত্যিক, কবি, রাজনীতিকরা উপস্থিত ছিলেন এই কফি হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে।
কলকাতা কফি হাউসে অনেকের পক্ষে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু খোদ নিজের শহরে কফিহাউস হওয়ায় উচ্ছ্বসিত ডায়মন্ড হারবারবাসী। নানা ধরনের কফির পাশাপাশি চিকেন স্যান্ডুইজ, ফিস কবিরাজী, অমলেট, ফিস ফ্রাই সবই মিলবে এখানে।
advertisement
ডায়মন্ড হারবারেও যাতে কলেজ স্ট্রিট কফি হাউসের স্বাদ মেলে সে জন্য তাদের তিন হেঁশেল কর্মী রান্না শেখাচ্ছেন এই কফি হাউসে। প্রাথমিক ভাবে ৩০ আসন নিয়ে তৈরি হচ্ছে এই কফি হাউস। পরে বাড়বে আসন সংখ্যা। এখানে সাধারণ আসনের পাশাপাশি একটি অংশে আলাদা করে এসি বাসানো হচ্ছে।
advertisement
এ নিয়ে ডায়মন্ড হারবার কফি হাউসের কর্মী নুর ইসলাম লস্কর সংবাদমাধ্যমকে বলেন, ‘আগে বন্ধুবান্ধবদের সঙ্গে কফি হাউজে যেতাম। সুযোগ পেয়ে এবার তা ডায়মণ্ডে নিয়ে এলাম। এই কফি হাউসের খাবারের মান একদম কলকাতার মতই থাকবে।’
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 7:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Coffee House: 'কফি হাউসের সেই আড্ডাটা' এখন কলকাতার পাশাপাশি ডায়মন্ড হারবারেও বসবে