Coffee House: 'কফি হাউসের সেই আড্ডাটা' এখন কলকাতার পাশাপাশি ডায়মন্ড হারবারেও বসবে

Last Updated:

কফি হাউসের সেই আড্ডা এবার বসবে ডায়মন্ডহারবারে। ডায়মন্ড হারবার থানার পাশে মাধবপুরে উদ্বোধন হয়েছে কফিহাউসের প্রথম শাখা।

+
title=

ডায়মন্ডহারবার: কফি হাউসের সেই আড্ডা এবার বসবে ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার থানার পাশে মাধবপুরে উদ্বোধন হয়েছে কফিহাউসের প্রথম শাখা। এখানে ১৫০ জনের বসার ব্যবস্থা আছে। কলকাতা কফি হাউসে এসি না থাকলেও, এখানে এসির ব্যবস্থা আছে। রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম বন্দর শহর ডায়মন্ড হারবার। এবার সেই শহরের মুকুটে জুটেছে নতুন পালক। এখানে বেড়াতে আসা মানুষেরা কফি হাউসের স্বাদ পাবেন। শহরের কিছু সাহিত্যিক, কবি, রাজনীতিকরা উপস্থিত ছিলেন এই কফি হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে।
কলকাতা কফি হাউসে অনেকের পক্ষে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু খোদ নিজের শহরে কফিহাউস হওয়ায় উচ্ছ্বসিত ডায়মন্ড হারবারবাসী। নানা ধরনের কফির পাশাপাশি চিকেন স্যান্ডুইজ, ফিস কবিরাজী, অমলেট, ফিস ফ্রাই সবই মিলবে এখানে।
advertisement
ডায়মন্ড হারবারেও যাতে কলেজ স্ট্রিট কফি হাউসের স্বাদ মেলে সে জন্য তাদের তিন হেঁশেল কর্মী রান্না শেখাচ্ছেন এই কফি হাউসে। প্রাথমিক ভাবে ৩০ আসন নিয়ে তৈরি হচ্ছে এই কফি হাউস। পরে বাড়বে আসন সংখ্যা। এখানে সাধারণ আসনের পাশাপাশি একটি অংশে আলাদা করে এসি বাসানো হচ্ছে।
advertisement
এ নিয়ে ডায়মন্ড হারবার কফি হাউসের কর্মী নুর ইসলাম লস্কর সংবাদমাধ্যমকে বলেন, ‘আগে বন্ধুবান্ধবদের সঙ্গে কফি হাউজে যেতাম। সুযোগ পেয়ে এবার তা ডায়মণ্ডে নিয়ে এলাম। এই কফি হাউসের খাবারের মান একদম কলকাতার মতই থাকবে।’
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Coffee House: 'কফি হাউসের সেই আড্ডাটা' এখন কলকাতার পাশাপাশি ডায়মন্ড হারবারেও বসবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement