Teenager Death: রোদের মধ্যে রিলস তৈরি করতে গিয়ে কিশোরীর মৃত্যু

Last Updated:

Teenager Death: তীব্র দাবদাহের মধ্যে মানুষ বাড়ি থেকে বাইরে বের হওয়ার সাহস দেখাতে পারছে না। আর সেখানে দাবদাহের মধ্যেই রিলস তৈরি করছিল সোনারপুরের রাধাগোবিন্দ পল্লির কিশোরী আলপনা মণ্ডল

রিলস বানাতে গিয়েয় মৃত্যু হলে এক কিশোরীর
রিলস বানাতে গিয়েয় মৃত্যু হলে এক কিশোরীর
দক্ষিণ ২৪ পরগনা: রিলিসের নেশা কীভাবে যে তরুণ প্রজন্মের জীবনে সর্বনাশ ডেকে আনছে তা আবারও প্রমাণ পাওয়া গেল। এই প্রখর রোদের মধ্যে রিলস তৈরি করতে গিয়ে সোনারপুরে মৃত্যু হল কিশোরীর। উল্লেখ্য, কদিন আগেই এক যুবক স্কুলের ছাদের রেলিং থেকে ঝুলে রিলস তৈরি করতে গিয়ে পড়ে মারা গিয়েছিল।
এই তীব্র দাবদাহের মধ্যে মানুষ বাড়ি থেকে বাইরে বের হওয়ার সাহস দেখাতে পারছে না। আর সেখানে দাবদাহের মধ্যেই রিলস তৈরি করছিল সোনারপুরের রাধাগোবিন্দ পল্লির কিশোরী আলপনা মণ্ডল। এই রোদের মধ্যে রিলস তৈরি করতে করতে আচমকা সে মাথা ঘুরে পড়ে যায়। স্থানীয় একজন তাকে সঙ্গে সঙ্গে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে যায় সোনারপুর থানার পুলিশ। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলপনার বাবা ও মা কাজে গিয়েছিল। ফলে বাড়িতে সে একাই ছিল। সেই সুযোগে এক বান্ধবীর সঙ্গে মিলে রিলস তৈরি করছিল। প্রচন্ড রোদের মধ্যে কাজ করছিল তারা। তখনই এই দুর্ঘটনা ঘটে। এদিকে বর্তমান প্রজন্মের এই বিপজ্জনক প্রবণতায় অত্যন্ত উদ্বিগ্ন বড়রা।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Teenager Death: রোদের মধ্যে রিলস তৈরি করতে গিয়ে কিশোরীর মৃত্যু
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement