Teenager Death: রোদের মধ্যে রিলস তৈরি করতে গিয়ে কিশোরীর মৃত্যু
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Teenager Death: তীব্র দাবদাহের মধ্যে মানুষ বাড়ি থেকে বাইরে বের হওয়ার সাহস দেখাতে পারছে না। আর সেখানে দাবদাহের মধ্যেই রিলস তৈরি করছিল সোনারপুরের রাধাগোবিন্দ পল্লির কিশোরী আলপনা মণ্ডল
দক্ষিণ ২৪ পরগনা: রিলিসের নেশা কীভাবে যে তরুণ প্রজন্মের জীবনে সর্বনাশ ডেকে আনছে তা আবারও প্রমাণ পাওয়া গেল। এই প্রখর রোদের মধ্যে রিলস তৈরি করতে গিয়ে সোনারপুরে মৃত্যু হল কিশোরীর। উল্লেখ্য, কদিন আগেই এক যুবক স্কুলের ছাদের রেলিং থেকে ঝুলে রিলস তৈরি করতে গিয়ে পড়ে মারা গিয়েছিল।
এই তীব্র দাবদাহের মধ্যে মানুষ বাড়ি থেকে বাইরে বের হওয়ার সাহস দেখাতে পারছে না। আর সেখানে দাবদাহের মধ্যেই রিলস তৈরি করছিল সোনারপুরের রাধাগোবিন্দ পল্লির কিশোরী আলপনা মণ্ডল। এই রোদের মধ্যে রিলস তৈরি করতে করতে আচমকা সে মাথা ঘুরে পড়ে যায়। স্থানীয় একজন তাকে সঙ্গে সঙ্গে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে যায় সোনারপুর থানার পুলিশ। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
advertisement
আরও পড়ুন: বাড়ির গরু ভেবে সামনে যেতেই আঁতকে উঠলেন কৃষক!
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলপনার বাবা ও মা কাজে গিয়েছিল। ফলে বাড়িতে সে একাই ছিল। সেই সুযোগে এক বান্ধবীর সঙ্গে মিলে রিলস তৈরি করছিল। প্রচন্ড রোদের মধ্যে কাজ করছিল তারা। তখনই এই দুর্ঘটনা ঘটে। এদিকে বর্তমান প্রজন্মের এই বিপজ্জনক প্রবণতায় অত্যন্ত উদ্বিগ্ন বড়রা।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2024 6:16 PM IST