South 24 Parganas News: রাজ্যের ২২ টি জেলার পঞ্চায়েত কর্মীদের কারিগরি কর্মশালা বারুইপুরে
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
বারুইপুরে শুরু হল রাজ্যের বাইশ টি জেলার পঞ্চায়েত কর্মীদের নিয়ে কারিগরি কর্মশালা। সরকারি কাজে টেকনিক্যাল সমস্যার সমাধানেই এই কর্মশালা।
দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে শুরু হল রাজ্যের বাইশ টি জেলার পঞ্চায়েত কর্মীদের নিয়ে কারিগরি কর্মশালা। লোকসভা ভোটের পর বিভিন্ন জেলা কাজের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা বারুইপুর জেলার পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্রে একটি কর্মশালার আয়োজন করা হয়। এদিনের অনষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। মূলত জেলা স্তরের সম্পদ কর্মী ও জেলার পঞ্চায়েত এর প্রশিক্ষকদের রাজ্য ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচির বারুইপুরে জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে। রাজ্যের মোট ২২ টি জেলা এতে অংশ নিয়েছে। ৬ দফায় ৩৬ টি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। ৩২২ জন প্রশিক্ষণ নেবেন। এর ফলে আগামী দিনে পঞ্চায়েত এর কাজের সুবিধা হবে।
মূলত এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর জেলার বিভিন্ন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কর্মীদের প্রশিক্ষণ দেবে এই কর্মীরা। অর্থাৎ সরকারি কাজের ক্ষেত্রে যে সমস্ত কাজগুলি সমস্যা হতো সেগুলি প্রশিক্ষণের ক্ষেত্রে নতুন নতুন প্রকল্প গুলি এবং যে কারিগরি সমস্যা হতো তাঅনেকটাই মিটে যাবে। অর্থাৎ এই কর্মশালার ফলে সাধারণ মানুষের যে ছোট খাটো সমস্যাগুলি ছিল অর্থাৎ মানুষের যে অভাব অভিযোগ নেওয়া এবং মানুষকে সহযোগিতা করার জন্য এবং পঞ্চায়েতের কাজগুলি কিভাবে হবে সবেরই কারিগরি পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যারা পঞ্চায়েতে নবনির্বাচিত হয়েছে তাদেরকে ও এই প্রশিক্ষণের পর প্রশিক্ষণ দেওয়া হবে এবং এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তারা গ্রামেগঞ্জে গিয়ে মানুষদের কোনরকম সমস্যা হলে তা সহজের সমাধান করতে পারবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2024 4:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: রাজ্যের ২২ টি জেলার পঞ্চায়েত কর্মীদের কারিগরি কর্মশালা বারুইপুরে
