বারুইপুর: আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তের নাম সন্দীপ সর্দার বলে জানা গিয়েছে। বারুইপুর থানা অর্জুনা গ্রামের বাসিন্দা ওই অভিযুক্ত। ঘটনার পর থেকেই পলাতক সন্দীপ। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বারুইপুর মহুকুমা হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে।
নির্যাতিতার মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে আত্মীয়র বাড়িতে নিয়ে যাবার নাম করে তাকে ধর্ষণ করা হয়েছে। কাউকে কিছু জানালে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।
আরও পড়ুন: নদী বাঁধ বাঁচাতে উদ্যোগ! ম্যানগ্রোভ রোপনের বার্তা সুন্দরবনে
নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ।দিনের পর দিন এই ঘটনার ফলে অসুস্থ হয়ে পড়েন নাবালিকা। পরে নিজের মাকে সমস্ত ঘটনা খুলে বলার পরে বারুইপুর থানার দ্বারস্থ হন নাবালিকা ও নাবালিকার মা ।
অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তের বাড়িতে যায় পুলিশ। পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়,তার পর থেকেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দাবি অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
অর্পণ মন্ডল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South24 Parganas News