Sundarban Tour: দুঃসংবাদ! ডবল হচ্ছে সুন্দরবন ঘোরার খরচ! বাড়ছে প্রবেশ মূল‍্য! ভাড়া শুনলে মাথায় হাত

Last Updated:

ভ্রমণপিপাসু বাঙালির কাছে অন্যতম পর্যটনের ডেস্টিনেশন হল সুন্দরবন। ঘন ম্যানগ্রোভ ও রয়েল বেঙ্গল এর টানে প্রতিবছর কয়েক হাজার পর্যটক ঘুরতে আসে সুন্দরবনের। এবার সুন্দরবনের প্রবেশ মূল্যের খরচ বাড়াতে চলেছে বনদফতরের 

ভ্রমণপিপাসু বাঙালির কাছে অন্যতম পর্যটনের ডেস্টিনেশন হল সুন্দরবন
ভ্রমণপিপাসু বাঙালির কাছে অন্যতম পর্যটনের ডেস্টিনেশন হল সুন্দরবন
সুন্দরবন: ভ্রমণপিপাসু বাঙালির কাছে অন্যতম পর্যটনের ডেস্টিনেশন হল সুন্দরবন। ঘন ম্যানগ্রোভ ও রয়েল বেঙ্গল এর টানে প্রতিবছর কয়েক হাজার পর্যটক ঘুরতে আসে সুন্দরবনে। এবার সুন্দরবনের প্রবেশ মূল্যের খরচ বাড়াতে চলেছে বনদফতর। সূত্র মারফত জানা গিয়েছে, এতদিন সুন্দরবনে পর্যটকদের প্রবেশ মূল্য ছিল ১২০ টাকা। তা ৬০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৮০ টাকা করা হবে।
আরও পড়ুনঃ মাঠে কাজ করছিলেন… আচমকা বজ্রাঘাত! মৃত্যু এক কৃষকের, আহত আরও দুই
অন্যদিকে, সুন্দরবন টাইগার রিজার্ভ এলাকায় ভ্রমণ করতে গেলে আগের থেকে আরও বেশি প্রবেশ মূল্য দিতে হবে পর্যটক এবং বোট মালিকদের। এরজন্য এক হাজার টাকা দিতে হবে পর্যটকদের। এছাড়া, নৌকা, লঞ্চের রেজিস্ট্রেশনের ফি আগে দেড় হাজার টাকা ছিল। তা বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হচ্ছে। তাছাড়া, গাইডদের প্রতিদিন বাবদ ভাড়া ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হচ্ছে। যদিও, শিক্ষা প্রতিষ্ঠান বা পড়ুয়াদের জন্য প্রয়োজনে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। আবার বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে ২৫ শতাংশ টাকা ছাড় দেওয়া হতে পারে পড়ুয়াদের বা শিক্ষা প্রতিষ্ঠানকে।
advertisement
উল্লেখযোগ্য, সুন্দরবনে প্রবেশ ফি বাড়ানো হতে পারে বলে বিভিন্ন মহলে জল্পনা চলছিল। এ নিয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অফিসে বিভিন্ন বিভাগের আধিকারিকরা বৈঠক করেন। সেখানে জঙ্গল রক্ষা এবং অন্যান্য বিষয়ের সংরক্ষণ সংক্রান্ত খরচ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এরপরে প্রবেশ মূল্য বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। যদিও বোট মালিকদের দাবি, প্রথমে বৈঠকে অনেক বেশি টাকা বাড়ানো হয়েছিল। তবে প্রতিবাদ করার পরে সেই টাকার পরিমাণ কমানো হয়েছে।
advertisement
advertisement
উল্লেখ্য, আট বছর পর সুন্দরবনে পর্যটকদের জন্য ফি বৃদ্ধি করা হল। এর আগে ২০১৬ সালে এই ফি বাড়ানো হয়েছিল। এই অবস্থায় সুন্দরবনে ভ্রমণের প্যাকেজের খরচও কিছুটা বাড়বে। কতটা বাড়ানো হবে তা বিভিন্ন পর্যটন সংগঠন এবং হোটেল মালিকরা আলোচনা করে ঠিক করবেন বলে জানা গিয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে চালু হতে চলেছে নয়া প্রবেশ মূল্যের তালিকা। প্রবেশ মূল্য যাই হোক না কেন ঘন ম্যানগ্রোভ এবং রয়েল বেঙ্গল এর দর্শন করতে রাজ্য তো বটেই দেশ-বিদেশের বহু পর্যটক এখন ভিড় জমিয়েছে সুন্দরবনে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sundarban Tour: দুঃসংবাদ! ডবল হচ্ছে সুন্দরবন ঘোরার খরচ! বাড়ছে প্রবেশ মূল‍্য! ভাড়া শুনলে মাথায় হাত
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement