South 24 Parganas: দুর্যোগের রাতেই বৃষ্টি মাথায় করে নদী বাঁধ মেরামত স্থানীয় বাসিন্দাদের

Last Updated:

দুর্যোগের রাতেই বৃষ্টি মাথায় করে নদী বাঁধ মেরামতিতে নামলেন সুন্দরবন এলাকার বাসিন্দারা

সর্বশক্তি দিয়ে নদী বাঁধ মেরামতের চেষ্টা স্থানীয়দের
সর্বশক্তি দিয়ে নদী বাঁধ মেরামতের চেষ্টা স্থানীয়দের
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: গত কয়েকদিন ধরে চলা টানা ভারী বৃষ্টির সম্মুখীন হয়েছে দক্ষিণ ২৪ পরগণা (South 24 Parganas) জেলা। এর পাশাপাশি ভরা কোটাল থাকায় আরো বিপর্যস্ত হয়ে পড়েছে সুন্দরবন (Sundarbans) সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। নদীর ও সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন হতে হয়েছে বহু মানুষকে। ভেঙে পড়েছে নদী বাঁধ, কোথায় আবার গাডোয়াল টপকে জল ঢুকে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ক্ষতি হয়েছে চাষের জমি ও কাঁচা বাড়ি। ঘূর্ণিঝড় জাওয়াদ (Jawad) শক্তিক্ষয় করে নিম্নচাপে পরিণত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অনেকেই। তবে সুন্দরবনবাসীদের মনে যে ভয় তৈরি হয়েছিল অমাবস্যার ভরা কোটাল নিয়ে, শেষে সেটাই বাস্তব রূপ নিল। আবারো নদী বাঁধ বাঁচানোর জন্য বৃষ্টি মাথায় করে ঝাঁপিয়ে পড়লেন সুন্দরবনের (Sundarbans) বাসিন্দারা।
প্রাকৃতিক বিপর্যয় এর মধ্যেই কোটালের জলে ফুলে ফেপে উঠতে শুরু করে সুন্দরবনের (Sundarbans) সমস্ত নদী। জলের ধাক্কায় ভেঙে যায় গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের মৃধাঘেরি। দুর্যোগের রাতেই কুমিরমারিতে বাঁধ মেরামতিতে কাজে নামে স্থানীয় প্রশাসন। হাত লাগায় স্থানীয় এলাকার বাসিন্দারাও। অপরদিকে, বাঁধ ভেঙে কোরানখালি নদীর জল ঢুকে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ইয়াসের পর মূল নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রামের মধ্যে বিকল্প আরও একটি বাঁধ তৈরি করা হয়েছিল। সেই বাঁধ-টিও এদিনের জলের তোড়ে ভেঙে যায়। বিপদ বুঝে রাতেই সেই বাঁধ মেরামতিতে নামেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে আসেন কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল। রাতেই নদীতে ভাটার সময় মাটি, কাঠ, বালি সহ বিভিন্ন জিনিস ব্যবহার করে ভেঙে পড়া নদী বাঁধ মেরামতি করা হয়। ফলে পরে নতুন করে আর বাঁধ ভেঙে জল গ্রামে ঢুকতে পারেনি। এমনিতেই ইয়াসের সময়ে এখানকার সমস্ত চাষের জমিতে নোনাজল ঢোকায়, এবার আর চাষই করতে পারেননি কৃষকরা। এলাকার বাঁধের পরিস্থিতি দেখতে এদিন আসেন গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল ও বিডিও বিশ্বনাথ চৌধুরী ।
advertisement
ভাঙা বাঁধের সেই জায়গায় নতুন করে যাতে আর না ভাঙ্গে তার জন্য, দু’টি জেসিবি নামিয়ে ভাঙা বাঁধ আরও সুদৃঢ় করা তোলাহয়। গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল জানান, 'কোর্টালের জলে প্রায় ৫০ মিটার বাঁধ ভেঙে যায়। গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে রাতেই ভাঙা বাঁধ মেরামত করে ফেলা হয়েছে। তাই নতুন করে আর জল ঢুকতে পারেনি।' গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরী বলেন, 'আগামী দিনে যাতে ওখানে আরও পোক্তভাবে বাঁধ দেওয়া যায়, সেই নির্দেশ দেওয়া হয়েছে সেচ দপ্তরকে।'
advertisement
advertisement
বারে বারে সুন্দরবনের বুকে নেমে আসে প্রাকৃতিক বিপর্যয়ের খাড়া। তবুও হাল ফেরে না এই প্রত্যন্ত এলাকার মানুষদের জীবনযাত্রায়। তাই আবহাওয়া দপ্তর যখনই দুর্যোগের পূর্বাভাস দেয়,তখনই পুরনো স্মৃতি উস্কে আতঙ্কের দিন যাপন শুরু হয় সুন্দরবনে বাসীদের। কবে এই পরিস্থিতির পরিবর্তন হয় সেদিকেই তাকিয়ে সুন্দরবনের এই দুর্গত মানুষেরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: দুর্যোগের রাতেই বৃষ্টি মাথায় করে নদী বাঁধ মেরামত স্থানীয় বাসিন্দাদের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement