South 24 Parganas News: সুন্দরবনে ম্যানগ্রোভে ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালন স্কুল পড়ুয়াদের

Last Updated:

ম্যানগ্রোভকে ফোঁটা দিয়ে ভাইফোঁটা উৎসব পালন করল স্কুল পড়ুয়ারা। আজ বাঙালির প্রতিটা ঘরে ঘরে ভাই ফোঁটার আনন্দ। প্রতিটা বোন তার ভাইকে ফোঁটা দিয়ে জোমের দুয়ারে পড়লো কাঁটা বলে মঙ্গল কামনা করে।

সুন্দরবনের  ম্যানগ্রোভ  গাছে  ভাইফোঁটা
সুন্দরবনের  ম্যানগ্রোভ  গাছে  ভাইফোঁটা
#সুন্দরবন :ম্যানগ্রোভকে ফোঁটা দিয়ে ভাইফোঁটা উৎসব পালন করল স্কুল পড়ুয়ারা। আজ বাঙালির প্রতিটা ঘরে ঘরে ভাই ফোঁটার আনন্দ। প্রতিটা বোন তার ভাইকে ফোঁটা দিয়ে জোমের দুয়ারে পড়লো কাঁটা বলে মঙ্গল কামনা করে। একে অপরের ভালোবাসার ভিত শক্ত করেছে আজকের দিনটা। তার একটা অন্য রূপ দেখলো সুন্দরবন। ম্যানগ্রোভ রক্ষার কাজে ছোট স্কুল পড়ুয়াদের আগেই যুক্ত করেছে বন দফতর। আবেপ্রবণ একদল আদিবাসী শিশুরা ম্যানগ্রোভকে চন্দনের ফোঁটা দিয়ে ভাইফোটা দিবস পালন করল।
বৃহস্পতিবার সকালে হাঁটু সমান জলে নেমে অনুষ্ঠান পালিত হয়েছে দক্ষিণ ২৪ পরগণা বন বিভাগের অধীন সুন্দরবন উপকূলবর্তী এলাকার গ্রামে নদীর পাড়ে। এদিন সকালে স্কুল শিক্ষিকারা কচিকাঁচাদের সঙ্গে নিয়ে নদীর পাড় ধরে পথ পরিক্রমা করে চরে নেমে গাছকে ফোঁটা দিয়েছে। এখানে নতুন করে অঙ্গীকারবদ্ধ হয়েছে। তাদের হাতে প্লাকার্ডে লেখা ছিল 'তোরা হাত ধর প্রতিজ্ঞা কর চির দিন তোরা বন্ধু হয়ে থাকবি, বন্ধু কথার মর্যাদাটা রাখবি'
advertisement
আরও পড়ুনঃ বারুইপুর হাসপাতালে ভর্তি রোগীদের ভাইফোঁটা
এই প্রসঙ্গে ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলনকান্তি মন্ডল বলেন, 'ম্যানগ্রোভ প্ল্যান্টেশন রক্ষার কাজে আমরা স্কুল পড়ুয়াদের এগিয়ে আসতে আগেই আহ্বান জানিয়েছিলাম। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সেই আনন্দে তারা মানুষের পরিবর্তে গাছকে ফোঁটা দিতে চেয়েছে। আমরা সহযোগিতা করেছি।
advertisement
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুন্দরবনে ম্যানগ্রোভে ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালন স্কুল পড়ুয়াদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement