South 24 Parganas News: ২৫ এর মধ্যে ডায়মন্ডহারবারকে যক্ষ্মা-মুক্ত করার লক্ষ্যমাত্রা

Last Updated:

২০২৫ সালের মধ্যে ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলাকে যক্ষ্মা মুক্ত করে তোলা হবে। সেই পরিকল্পনার প্রাথমিক ধাপ হিসাবে ব্যাপক প্রচার ও যক্ষ্মা রোগী চিহ্নিতকরণের উপর জোর দেওয়া হয়েছে।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। সেদিন‌ই জেলাজুড়ে শুরু হল যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (আরএনটিসিপি)। শুক্রবার এই উপলক্ষে ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার অন্তর্গত প্রতিটি ব্লকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় নানান কর্মসূচি নেওয়া হয়। এর মধ্যে ডায়মন্ডহারবারে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। সাগরেও একটি শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং আশাকর্মীরা অংশগ্রহণ করেন। যক্ষ্মা রোগীদের সামাজিক, অর্থনৈতিক প্রভাব নিয়ে জনসাধারণকে সচেতন করা হয় এই শোভাযাত্রার মধ্য দিয়ে। বিশ্ব যক্ষ্মা দিবসের দিন শপথ নেওয়া হয়, ২০২৫ সালের মধ্যে ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলাকে যক্ষ্মা মুক্ত করে তোলা হবে। সেই পরিকল্পনার প্রাথমিক ধাপ হিসাবে ব্যাপক প্রচার ও যক্ষ্মা রোগী চিহ্নিতকরণের উপর জোর দেওয়া হয়েছে।
advertisement
advertisement
বর্তমানে ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায় ৮৯৩ জন সক্রিয় যক্ষ্মা রোগী আছেন। সকলকেই বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে‌। এদের মধ্যে কিছুজনকে নিক্ষয়মিত্র কর্মসূচির অধীনে বিনামূল্যে পুষ্টিকর খাদ্য পরিবেশন করা হচ্ছে। আর যাতে নতুন করে কোনও যক্ষ্মা রোগী না পাওয়া যায় সেজন্য বিশ্ব যক্ষ্মা দিবসে সংকল্প গ্রহণ করা হয়েছে। একাধিক ব্লক হাসপাতালে সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ২৫ এর মধ্যে ডায়মন্ডহারবারকে যক্ষ্মা-মুক্ত করার লক্ষ্যমাত্রা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement