South Bengal: পরীক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল বাস, হঠাৎ পথে নামিয়ে দেওয়া হল সবাইকে! রায়দিঘিতে ব্যাপক চাঞ্চল্য
Last Updated:
South Bengal: রায়দিঘি কলেজের প্রথম বর্ষের পরীক্ষার্থীরা বাসে চেপে বীরেশ্বরপুর কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন।
রায়দিঘি: রায়দিঘিতে পরীক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উদয় হালদার। বেশ কিছুক্ষণ বাসচালক এবং পরীক্ষার্থীদের মধ্যে বচসা চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ। রায়দিঘি কলেজের প্রথম বর্ষের পরীক্ষার্থীরা বাসে চেপে বীরেশ্বরপুর কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথে ভাড়া সংক্রান্ত বিবাদে তাদের বাস থেকে নামিয়ে দেয় বাসের কন্ডাক্টর ও চালকরা।
এরপরই উত্তেজিত ছাত্র-ছাত্রীরা বাস ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরীক্ষার সময় এভাবে বাস থেকে নামিয়ে দেওয়ায় তারা সেখানেই বাসের কন্ডাক্টারের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। ফলে বেশ কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে।
advertisement
advertisement
এরপর ঘটনাস্থলে ছুটে যান ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উদয় হালদার। তার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ছাত্ররা ছাত্র-ছাত্রীরা তারা পরীক্ষা কেন্দ্রে যেতে সমর্থ হয়। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই ঘটনা সম্পর্কে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উদয় হালদার জানান ছাত্র-ছাত্রীদের পাশে তারা সবসময় রয়েছেন।
advertisement
পরীক্ষার সময় যাতে কোনও ছাত্র-ছাত্রী অসুবিধায় না পড়ে, সেজন্য তিনি এসেছিলেন। সমস্যা বর্তমানে মিটেছে। যেকোনো সমস্যার সমাধানে তারা রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
----নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 09, 2023 2:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South Bengal: পরীক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল বাস, হঠাৎ পথে নামিয়ে দেওয়া হল সবাইকে! রায়দিঘিতে ব্যাপক চাঞ্চল্য







