Tourist Spot: কলকাতার কাছেই আছে 'মিনি তিব্বত', জানতেন? আজই টিকিট কাটুন, ফিরতে ইচ্ছে করবে না আর

Last Updated:
Tourist Spot: এগুলি ছাড়াও এখানে রয়েছে আরও একটি দর্শনীয় স্থান। ছত্তিশগড়ের বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে যে জায়গাটা সবচেয়ে বেশি আপনার নজর করবে সেটা হলো শৈলশহর মাইনপাট।
1/7
 পাহাড়-জঙ্গল আর নদী, সবই যেন মিলেমিশে গিয়েছে সেই রাজ্যে। ভৌগলিক দিক থেকে বিচার করলে পশ্চিমবঙ্গের পাশেই সেই রাজ্য। কথা হচ্ছে ছত্তিশগড় নিয়ে। ছত্তিশগড়ে এমন অনেক পর্যটন স্থান রয়েছে যেখানে আপনি দুর্দান্তভাবে ছুটি কাটিয়ে আসতে পারেন।
পাহাড়-জঙ্গল আর নদী, সবই যেন মিলেমিশে গিয়েছে সেই রাজ্যে। ভৌগলিক দিক থেকে বিচার করলে পশ্চিমবঙ্গের পাশেই সেই রাজ্য। কথা হচ্ছে ছত্তিশগড় নিয়ে। ছত্তিশগড়ে এমন অনেক পর্যটন স্থান রয়েছে যেখানে আপনি দুর্দান্তভাবে ছুটি কাটিয়ে আসতে পারেন।
advertisement
2/7
এই রাজ্যে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেগুলি হলো চিত্রকোট জলপ্রপাত, বারনাওয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, চন্দ্রহাসিনী দেবীর মন্দির, বাম্বলেশ্বরী মন্দির, দন্তেশ্বরী মন্দির, শ্রী রাজীব লোচন মন্দির, কৈলাস কুটুমসার গুহা, ভোরামদেও মন্দির ইত্যাদি।
এই রাজ্যে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেগুলি হলো চিত্রকোট জলপ্রপাত, বারনাওয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, চন্দ্রহাসিনী দেবীর মন্দির, বাম্বলেশ্বরী মন্দির, দন্তেশ্বরী মন্দির, শ্রী রাজীব লোচন মন্দির, কৈলাস কুটুমসার গুহা, ভোরামদেও মন্দির ইত্যাদি।
advertisement
3/7
তবে এগুলি ছাড়াও এখানে রয়েছে আরও একটি দর্শনীয় স্থান। ছত্তিশগড়ের বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে যে জায়গাটা সবচেয়ে বেশি আপনার নজর করবে সেটা হলো শৈলশহর মাইনপাট।
তবে এগুলি ছাড়াও এখানে রয়েছে আরও একটি দর্শনীয় স্থান। ছত্তিশগড়ের বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে যে জায়গাটা সবচেয়ে বেশি আপনার নজর করবে সেটা হলো শৈলশহর মাইনপাট।
advertisement
4/7
এই মাইনপাটকে বলা হয় ‘ছত্তিশগড়ের তিব্বত’। রায়পুর থেকে মাত্র ৩৬৫ কিমি এবং অম্বিকাপুর থেকে মাত্র ৫৫ কিমি দূরত্বে অবস্থিত মাইনপাট। এটি ছত্রিশগড় রাজ্যের সুরগুজাপুর জেলাতে অবস্থিত। যা একটি পাহাড়ি গ্রাম।
এই মাইনপাটকে বলা হয় ‘ছত্তিশগড়ের তিব্বত’। রায়পুর থেকে মাত্র ৩৬৫ কিমি এবং অম্বিকাপুর থেকে মাত্র ৫৫ কিমি দূরত্বে অবস্থিত মাইনপাট। এটি ছত্রিশগড় রাজ্যের সুরগুজাপুর জেলাতে অবস্থিত। যা একটি পাহাড়ি গ্রাম।
advertisement
5/7
গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। জায়গাটি সমুদ্র পৃষ্ট থেকে ৩৫৬০ ফুট উঁচুতে অবস্থিত। অনেকেই ছুটি কাটাতে এই স্থানে ঘুরতে আসেন। বিশেষ করে গ্রীষ্মকালে এই স্থানের আবহাওয়া আপনাকে মুগ্ধ করবে। পাহাড় আর ঘন জঙ্গলের কারণে খুব একটা গরম লাগে না এখানে।
গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। জায়গাটি সমুদ্র পৃষ্ট থেকে ৩৫৬০ ফুট উঁচুতে অবস্থিত। অনেকেই ছুটি কাটাতে এই স্থানে ঘুরতে আসেন। বিশেষ করে গ্রীষ্মকালে এই স্থানের আবহাওয়া আপনাকে মুগ্ধ করবে। পাহাড় আর ঘন জঙ্গলের কারণে খুব একটা গরম লাগে না এখানে।
advertisement
6/7
কেউ কেউ আবার মাইনপাটের অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভালোবেসে একে ‘ছত্তিশগড়ের সিমলা’ বলেও ডাকেন। রাজধানী বিলাসপুর থেকে সূর্যগড় জেলার ছোট্টো শৈলশহর মাইনপাটের দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটার। প্রকৃতিদেবী যেন এই মাইনপাটকে খুব যত্ন করে সাজিয়েছেন।
কেউ কেউ আবার মাইনপাটের অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভালোবেসে একে ‘ছত্তিশগড়ের সিমলা’ বলেও ডাকেন। রাজধানী বিলাসপুর থেকে সূর্যগড় জেলার ছোট্টো শৈলশহর মাইনপাটের দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটার। প্রকৃতিদেবী যেন এই মাইনপাটকে খুব যত্ন করে সাজিয়েছেন।
advertisement
7/7
রাজ্যের চারদিকে সবুজে সবুজ। মনে হয় যেন তুলিতে আঁকা ল্যান্ডস্কেপ। উঁচু পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা হওয়ার কারণে গ্রীষ্মকালেও এখানকার আবহাওয়া মনোরম থাকে। এছাড়া শীতের মৌসুমে এখানকার তুষারপাত আপনাকে সিমলার কথা মনে করাবে।
রাজ্যের চারদিকে সবুজে সবুজ। মনে হয় যেন তুলিতে আঁকা ল্যান্ডস্কেপ। উঁচু পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা হওয়ার কারণে গ্রীষ্মকালেও এখানকার আবহাওয়া মনোরম থাকে। এছাড়া শীতের মৌসুমে এখানকার তুষারপাত আপনাকে সিমলার কথা মনে করাবে।
advertisement
advertisement
advertisement