South 24 Parganas Durga Puja 2022 II প্রতিমা নিরঞ্জনের পর দক্ষিণ বারাসতে চলছে ঘাট পরিষ্কারের কাজ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ছাতু গঙ্গার ঘাট থেকেই এবারে সমস্ত ঠাকুর নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। আর সেই মতোই আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার।
#জয়নগর : দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ছাতু গঙ্গার ঘাট থেকেই এবারে সমস্ত ঠাকুর নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। আর সেই মতোই আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার। দক্ষিণ বারাসাত এলাকার প্রায় ৩০ টি বারোয়ারি ও বনেদি বাড়ি মিলিয়ে প্রতিমা ভাসানের ব্যবস্থা করা হয় দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। সেই মতো বিজয় দশমীর সকাল থেকেই শুরু হয়েছিল প্রতিমা ভাসানের কাজ। একে একে সমস্ত পূজা কমিটির সদস্যরাতাদের প্রতিমা এই দক্ষিণ বারাসাত এলাকার ছাতু গঙ্গার ঘাটে বিসর্জন দেয়। জয়নগর থানার তরফ থেকে ও পঞ্চায়েতের সহযোগিতায় ওই ঘাটে সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সেইমতো আজ অর্থাৎ একাদশীর দিন ওই ছাতু গঙ্গার ঘাট দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত প্রতিমা ভাসানের পর যে কাঠামোগুলি আছে সেগুলি পরিষ্কারের কাজে হাত লাগিয়েছে। পঞ্চায়েতের তরফ থেকে। পাশাপাশি এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা অলোক দাস তিনি জানান বহুপ্রাচীন এই দক্ষিণ বারাসাত এলাকার এই ছাতু গঙ্গার ঘাট। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই ঘাটে দক্ষিণ বারাসাতে এদত অঞ্চলের সমস্ত প্রতিমা এখানে ভাসান করা হয়।
advertisement
advertisement
পাশাপাশি এই ঘাটে প্রতিমা ভাসানের পর প্রচুর কাঠামো এবং ঠাকুরের সমস্ত সাজ পোশাক এই গঙ্গায় আমরা ভাসতে দেখি এবং প্রচুর আবর্জনা জমে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। আজ দেখছি দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই ঘাটের সংস্কার হচ্ছে এবং সমস্ত প্রতিমা ঘাট থেকে তুলে নেয়া হচ্ছে। এই ধরনের কাজকে দেখে খুব ভালো লাগছে প্রতি বছর যদি এই ধরনের কাজ করে তাহলে এলাকার মানুষেরা উপকৃত হবে বলে আমি মনে করি।
advertisement
আরও পড়ুনঃ মা'কে বিদায় জানানোর পালা, ডায়মন্ড হারবার জুড়ে চলছে বিজয়া দশমী
পাশাপাশি দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরুন লস্কর তিনি জানান এই গঙ্গার ঘাট বহু প্রাচীন এইগঙ্গার ঘাট তাই আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এই ঘাট সংস্কার করা একটি উন্নয়নমূলক কাজের মধ্যে পড়ে যার কারনে এই গঙ্গার ঘাট পরিষ্কার না করলে অনেক রকম সমস্যা হতে পারে সে কথা মাথায় রেখে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে এই ঘাট সংস্কার করা হচ্ছে।
advertisement
Suman Saha
view commentsLocation :
First Published :
October 06, 2022 4:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas Durga Puja 2022 II প্রতিমা নিরঞ্জনের পর দক্ষিণ বারাসতে চলছে ঘাট পরিষ্কারের কাজ