South 24 Pargnas News : গঙ্গাসাগরে হেলিপ্যাড তৈরির মাধ‍্যমে শুরু হল গঙ্গাসাগর মেলার প্রস্তুতি! জানুন

Last Updated:

South 24 Pargnas News: কপিলমুনি আশ্রম থেকে কিছুটা দূরে ইস্কন আশ্রমগুলির কাছে কয়েক কোটি টাকা ব‍্যায়ে নতুন এই হেলিপ‍্যাডটি নির্মাণ করা হচ্ছে।

+
সাগরের

সাগরের হেলিপ‍্যাড গ্রাউন্ড

#সাগর: গঙ্গাসাগরে শুরু হল হেলিপ‍্যাড তৈরির কাজ। আগে গঙ্গাসাগর মেলার জন‍্য অস্থায়ী হেলিপ‍্যাড ব‍্যবহার করা হত। বর্তমানে গঙ্গাসাগরে তৈরি করা হচ্ছে স্থায়ী হেলিপ‍্যাড। এর ফলে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরে থেকে আগত পূণ‍্যার্থীরা। সম্প্রতি এই হেলিপ‍্যাড গ্রাউন্ড পরিদর্শনে আসেন দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক সুমিত গুপ্তা। তাঁর সঙ্গে জেলার একাধিক প্রাশাসনিক কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এই হেলিপ‍্যাড তৈরির কাজ কয়েকসপ্তাহের মধ‍্যে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন জেলাশাসক। ফলে গঙ্গাসাগর মেলার আগে একটি নতুন দিগন্তের উন্মোচন হবে সাগরে।
এই হেলিপ‍্যাডটি গঙ্গাসাগর মেলা ছাড়াও ব‍্যবহার করা হবে প্রাকৃতিক বিপর্যয়ের সময়। প্রাকৃতিক বিপর্যয়ের সময় উপদ্রুত এলাকায় দ্রুত পৌঁছানোর জন‍্য জেলায় আরও ৪ টি হেলিপ‍্যাড তৈরি করা হচ্ছে। পাথরপ্রতিমা, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার ও সাগরে এই হেলিপ‍্যাড গুলি তৈরি করা হবে। গঙ্গাসাগরের এই হেলিপ‍্যাড তৈরির কাজ শেষের মাধ‍্যমে গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছেন জেলাশাসক। সেজন‍্য তিনি নিজে এই হেলিপ‍্যাড গ্রাউন্ডটি ঘুরে দেখেন।
advertisement
advertisement
কপিলমুনি আশ্রম থেকে কিছুটা দূরে ইস্কন আশ্রমগুলির কাছে কয়েক কোটি টাকা ব‍্যায়ে নতুন এই হেলিপ‍্যাডটি নির্মাণ করা হচ্ছে। গঙ্গাসাগর মেলার সময় এই হেলিপ‍্যাড গ্রাউন্ডে এয়ার আ্যম্বুলেন্সের ব‍্যবস্থা থাকবে। এছাড়াও প্রাকৃতিক বিপর্যয় ও যেকোনো জরুরি পরিস্থিতিতে এই হেলিপ‍্যাড তৎক্ষণাৎ ব‍্যাবহার করা যাবে।এই হেলিপ‍্যাড তৈরির কাজ বর্তমানে শেষের দিকে। নতুন এই হেলিপ‍্যাড নির্মাণের কাজ শেষ হলে সাগরে মানুষজন আগের থেকে অনেক বেশি সুবিধা পাবেন বলে খবর।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Pargnas News : গঙ্গাসাগরে হেলিপ্যাড তৈরির মাধ‍্যমে শুরু হল গঙ্গাসাগর মেলার প্রস্তুতি! জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement