South 24 Parganas News: হাসাপাতাল চত্বর না পার্ক! সেজে উঠছে মথুরাপুর গ্রামীন স্বাস্থকেন্দ্র

Last Updated:

নতুন বছরের আগে সেজে উঠছে মথুরাপুর গ্রামীন হাসপাতাল চত্বর। হাসপাতাল চত্বরের এই নতুন রূপ মানসিক শান্তি দেবে সকলকে।

+
মথুরাপুর

মথুরাপুর গ্রামীন হাসপাতাল 

মথুরাপুর: নতুন বছরের আগে সেজে উঠছে মথুরাপুর গ্রামীন হাসপাতাল চত্বর। হাসপাতালে আগত রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের জন্য যা একটি খুশির খবর। হাসপাতাল চত্বরের নতুন রূপ মানসিক শান্তি দেবে সকলকে। ইতিমধ্যে হাসপাতাল চত্বরকে ঝাঁ চকচকে করে গড়ে তোলা হচ্ছে। সেই সঙ্গে হাসপাতাল চত্বরে গড়ে তোলা হচ্ছে ভেষজ উদ্যান। করা হবে শেড। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। বর্তমানে ১২ রকম ভেষজ উদ্ভিদের গাছ বসানো হয়েছে বাগানে।
পর্যায়ক্রমে এই কাজ চলবে বলে হাসপাতাল সূত্রে খবর। শুধুমাত্র ভেষজ বাগান তৈরি নয় বাগানের প্রত্যেকটি গাছের সামনে লাগানো হয়েছে লেবেল। সেই লেবেলে গাছের নাম রয়েছে। হাসপাতালে আগত রোগীএবং তার পরিবারের লোকজনের ভেষজ উদ্ভিদ সম্বন্ধে সম্যক ধারণা তৈরি করতে এই কাজ করা হয়েছে। বাগানে রয়েছে হরিতকি, বাসক, তুলসীসহ একাধিক ভেষজ গাছ। সঙ্গে বসানো হয়েছে আ্যলোভেরার মত গাছও।
advertisement
advertisement
এই গাছ গুলিকে কিভাবে রোগীদের প্রয়োজনে কাজে লাগানো যায় তার চিন্তাভাবনা চলছে বলে খবর। ভেষজ গাছ ছাড়াও সেখানে তেজপাতার মত অর্থকরী মশলার গাছ বসানো হয়েছে।শুধুমাত্র ভেষজ বাগান নয়, সমগ্র হাসপাতালে সৌন্দর্যায়নের জন্য বেশ কিছু সৌখিন গাছ বসানো হয়েছে। গাছের কোনোরকম ক্ষতি না হয় সেজন্য সর্বদা সেখানে চলছে নজরদারি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
চলছে আগাছা পরিষ্কারের মত কাজ। সমস্ত কিছু সম্পূর্ণ হওয়ার পর হাসপাতাল চত্বরে পড়বে নতুন রঙের পোচ। যার ফলে খুশি সকলেই।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: হাসাপাতাল চত্বর না পার্ক! সেজে উঠছে মথুরাপুর গ্রামীন স্বাস্থকেন্দ্র
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement