South 24 Parganas News: ছেলেকে স্কুলে দিয়ে মুদি দোকানে ঢুকেছিলেন মহিলা, দোকানে ঢুকে পড়ল গাড়িও! মুহূর্তে সব শেষ

Last Updated:

South 24 Parganas News: দোকানে ঢুকে মহিলাকে পিষে দিল গাড়ি। মুহূর্তে প্রাণ কেড়ে নিল দুর্ঘটনা।

ঘাতক গাড়ি
ঘাতক গাড়ি
জয়নগর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। জয়নগর থানার দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালিকাপুরের ঘটনা। সকালবেলায় ছেলেকে পড়তে দিয়ে বাড়ি ফেরার সময় একটি মুদিখানা দোকানে জিনিসপত্র কেনার জন্য দাঁড়িয়ে ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান দোকানে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গৃহবধূ কনক দাসের, বয়স ৩০।
ঘটনায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানটি। ক্ষতিগ্রস্ত হয়েছে ইলেকট্রিক পোলেরও। স্থানীয় বাসিন্দাদের দাবি, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল চালক, সেই কারণেই দুর্ঘটনাটি ঘটে। এর কারণে প্রায় এক ঘণ্টা কুলপি রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে, গাড়ি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
advertisement
advertisement
মৃতের স্বামী তারক দাস বলেন, 'আমাদের এই কুলটি রোডে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। বারুইপুর থেকে এই কুলপি খুবই ব্যস্ততম রোড। রাস্তায় সেভাবে কোনও বাম্পার নেই, গাড়ি চালকরা দ্রুতগতিতে গাড়ি চালায় রাস্তায়। আজ আমার স্ত্রী মারা গেল, বিগত দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে প্রশাসনকে বলব এই রোডে স্পিড ব্রেকারের প্রয়োজন আছে। যদি রোডে যদি স্পিড ব্রেকার বসানো হয় তাহলে এই ধরনের ঘটনা অনেকটাই এড়ানো যাবে।' পাশাপাশি তিনি আরও ট্রাফিক আইন কড়া করতে হবে বলে দাবি জানান তিনি।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ছেলেকে স্কুলে দিয়ে মুদি দোকানে ঢুকেছিলেন মহিলা, দোকানে ঢুকে পড়ল গাড়িও! মুহূর্তে সব শেষ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement