South 24 Pargana News: কুয়াশায় মুড়ে গোটা সাগরতট, দৃশ্যমানতা কমে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা

Last Updated:

শুক্রবার কুয়াশায় মুড়ল সাগরতট। এর ফলে সকালে দৃশ্যমানতা অনেকটাই কমেছে।

কপিলমুনি আশ্রম
কপিলমুনি আশ্রম
#গঙ্গাসাগর: শুক্রবার কুয়াশায় মুড়ল সাগরতট। এর ফলে সকালে দৃশ্যমানতা অনেকটাই কমেছে। কুয়াশার প্রভাবে সূর্যোদয়ের সময় সূর্য দেখা যায়নি আজ। প্রায় ৭.৩০ নাগাদ সূর্য দেখা যায়।
আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল সাগরে মকরসংক্রান্তির সময় তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। ফলে কনকনে ঠান্ডার প্রকোপ নেই বললেই চলে। দিনের বেলা তাপমাত্রা এখানে অনেকটাই বেশি। প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকায়, অনেকটাই গরম রয়েছে এখানে। ফলে পুণ‍্যার্থীরা মনের আনন্দে ডুব দিচ্ছেন সাগরে।
আরও পড়ুন: মানুষ বাঁচাবে ওরা, গঙ্গাসাগর দাপিয়ে বেড়াচ্ছে লিলি ও রোমিও! সাগরে দুরন্ত চমক
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই অনুভূতি কমছে। গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীরা হালকা শীতবস্ত্র আনতে পারেন। সকালের দিকের কুয়াশা ভোগাতে পারে নিত‍্যযাত্রীদের। ঘনকুয়াশা সৃষ্টি হলে, সেক্ষেত্রে প্রভাব পড়বে ভেসেল পরিষেবা। শুক্রবার বৃষ্টির সম্ভবনা নেই। রোদ ঝলমলে আকাশ থাকবে এই কয়েকদিন। ভোররাতে ঠান্ডা পড়ছে এখানে। ফলে পুণ্যার্থীদের কিছুটা হলেও শীত অনুভূত হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ঘুম ভাঙতেই উত্থিত লিঙ্গ স্বাস্থ্যের জন্য ভাল না খারাপ? পুরুষরা অবশ্যই জানুন
তবে বেলা বাড়ার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে। কুয়াশার জেরে সকালের দিকে একটু অসুবিধা হতে পারে যাত্রীদের। এ বছর আবহাওয়া অনুকূল থাকতে পারে শুনে, এখন থেকেই সাগরে আসতে শুরু করেছেন পুণ‍্যার্থীরা। তবে আর দেরি কীসের, চলে আসুন গঙ্গাসাগরে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Pargana News: কুয়াশায় মুড়ে গোটা সাগরতট, দৃশ্যমানতা কমে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement