South 24 Parganas News: ২০২১-এ পেয়েছিলেন রাষ্ট্রপতি পদক, সেই পুলিশকর্মীর দেহ উদ্ধার পুকুরে
- Published by:Suvam Mukherjee
Last Updated:
South 24 Parganas News: কী কারণে এই মৃত্যু তার তদন্ত শুরু করেছে পুলিশ|
নামখানা: দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার পাশের পুকুর থেকে উদ্ধার এক পুলিশ কনস্টেবলের দেহ। মৃত ওই কনস্টেবলের নাম কৃষ্ণপদ সরদার। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠায়। তবে কী কারণে এই মৃত্যু তার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনারপুরের বাসিন্দা নামখানা থানার পুলিশ কনস্টেবল কৃষ্ণপদ সর্দার থানার ব্যারাকে থাকতেন। এদিন সকালে তাঁর দেহ থানার পাশের একটি পুকুরে ভাসতে দেখা দেখা যায়।
advertisement
সকালে থানার পুকুর ঘাটে স্নান করতে আসা মানুষজনের দেখতে পান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে নিয়ে যান দ্বারিকনগর ব্লক হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তবেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে রাষ্ট্রপতি পদক পেয়েছিলেন মৃত কনস্টেবল কৃষ্ণপদ সর্দার।
advertisement
Biswajit Halder
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 5:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ২০২১-এ পেয়েছিলেন রাষ্ট্রপতি পদক, সেই পুলিশকর্মীর দেহ উদ্ধার পুকুরে