South 24 Parganas News: লক্ষ লক্ষ টাকা লোন পাইয়ে দেওয়ার নামে রোজ মহিলার ফোন! তারপরেই সর্বনাশ! জানুন

Last Updated:

South 24 Parganas News: তথ্য দেওয়ার জন্য বিভিন্ন সময়ে ফোন করে প্রতারকরা। তারা লোনের বিভিন্ন প্রক্রিয়ার জন্য টাকা জমা দিতে বলে। বেশ কয়েক ধাপে পলাশবাবু পাঁচ লক্ষ ২৩ হাজার টাকা তাদের পাঠায়।

অনলাইন প্রতারণা চক্রের অভিযোগে গ্রেফতার পাঁচ
অনলাইন প্রতারণা চক্রের অভিযোগে গ্রেফতার পাঁচ
কাকদ্বীপ: মাত্র ৪০ দিনের মাথায় বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল কাকদ্বীপ থানা। লোন পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লক্ষেরও বেশি টাকা আত্মসাৎ করার অভিযোগে দুই মহিলা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। কল সেন্টার চালিয়ে তারা এই প্রতারণার কারবার করত বলে জানতে পেরেছে পুলিশ।
ধৃতদের শনিবার কাকদ্বীপ আদালতে তোলা হলে, বিচারক ধৃতদের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, পলাশ জানা নামে ওই ব্যক্তির কাছে কয়েক মাস আগে একটি ফোন আসে। তাঁর ঋণ লাগবে কি না, জানতে চাওয়া হয়। সম্মতি দিলে ফোনের ওপার থেকে বলা হয়, ৩৭ লক্ষ টাকার ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
advertisement
advertisement
এরপর নানা নথিপত্র, তথ্য দেওয়ার জন্য বিভিন্ন সময়ে ফোন করে প্রতারকরা। তারা লোনের বিভিন্ন প্রক্রিয়ার জন্য টাকা জমা দিতে বলে। বেশ কয়েক ধাপে পলাশবাবু পাঁচ লক্ষ ২৩ হাজার টাকা তাদের পাঠায়। পরে তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন।
advertisement
এরপরই পলাশবাবু ১৬ ফেব্রুয়ারি কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন। এর পরই পুলিশ তদন্তে নামে। যে ফোন নম্বরগুলি থেকে তাঁকে ফোন করে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, তার সূত্র ধরে শেষমেশ শুক্রবার রাতে নাগেরবাজার এলাকা থেকে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম, শুভদীপ কুণ্ডু, তমাল চক্রবর্তী, কল্লোল আইচ, নাজিয়া ফিরদৌস এবং লিজা কুমারী দাস। এই প্রতারণাচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রতারিতদের টাকা ফেরানো যায় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: লক্ষ লক্ষ টাকা লোন পাইয়ে দেওয়ার নামে রোজ মহিলার ফোন! তারপরেই সর্বনাশ! জানুন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement