South 24 Parganas News | Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কাছে বিয়ে বাড়িতে গুলি! দানা বাঁধছে নয়া রহস্য!

Last Updated:

South 24 Parganas News | Abhishek Banerjee:  ডায়মন্ড হারবারে ভয়াবহ ঘটনা! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কাছেই ছিল বিয়ে বাড়ি! সেখানেই চলল গুলি! আসল উদ্দেশ্য নিয়ে দানা বাঁধছে রহস্য! জানুন

রজনী ভিলার সামনে মোতায়েন পুলিশ
রজনী ভিলার সামনে মোতায়েন পুলিশ
#ডায়মন্ডহারবার: মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের কাছে বিয়েবাড়িতে গুলি চলার ঘটনায় এলাকায় ছড়ালো চাঞ্চল্য ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিভিউ মিটিংয়ের স্থান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই গুলি চলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর নিরপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঠিক কিভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর অভিষেকের সভাস্থলের খুব কাছেই রজনী ভিলাতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই এক যুবক হঠাৎই প্রবেশ করে। এরপর পিস্তল থেকে গুলি ছুঁড়তে শুরু করে।
গুলি চলার পরেই বিয়েবাড়ির নিমন্ত্রিত অতিথিরা ছোটাছুটি শুরু করে দেন। অনেকেই বাড়ি ফিরে যান। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে চলে আসে। এই ঘটনায় শেখ বাপ্পা নামের এক যুবকের নাম উঠে আসছে। এই ঘটনার পর এলাকার পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌছায়। অভিযুক্তের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। সূত্রের খবর ওই যুবকের আত্মীয়ার বিয়ের অনুষ্ঠান চলছিল কপাটহাট রজনী ভিলাতে।
advertisement
advertisement
গুলি চালানোর সময় ওই যুবক মত্ত অবস্থায় ছিলেন বলে খবর। প্রথমে ওই যুবক চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় অনুষ্ঠানে। পরে পিস্তল থেকে এক রাউন্ড গুলি ছোঁড়ে বলে অভিযোগ। ঘটনায় আত্মীয়- স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। বর ও কনেকেও বের করে নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আইন শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন। কীভাবে অভিষেক বন্দোপাধ্যায়ের রিভিউ মিটিং চলাকালীন, মিটিং থেকে ঢিলছোঁড়া দূরত্বে এই গুলি চলল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News | Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কাছে বিয়ে বাড়িতে গুলি! দানা বাঁধছে নয়া রহস্য!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement