South 24 Parganas News: মিলছে না কনকচূড় ধান! জয়নগরের মোয়া হারাতে পারে তার আসল স্বাদ

Last Updated:

আবহাওয়ার খামখেয়ালিপনায় পর্যাপ্ত কনকচুড় ধান চাষ না হওয়ায় কপালে ভাঁজ মোয়া কারিগরদের। চড়া দামে ধান কিনে খই ভাজতে হিমসিম খাচ্ছেন খই ব্যবসায়ীরা।

+
কনকচুড়

কনকচুড় ধানের খই ভাজা চলছে

#জয়নগর : আবহাওয়ার খামখেয়ালি পনায় পর্যাপ্ত কনকচূড় ধান চাষ না হওয়ায় কপালে ভাঁজ মোয়া কারিগরদের। চড়া দামে ধান কিনে খই ভাজতে হিমশিম খাচ্ছেন খই ব্যবসায়ীরা। সুস্বাদু মোয়ার প্রধান দুটি উপকরণ হলো নলেন গুড় এবং কনকচুর ধানের খই, আর সেই কনকচুর ধান ,- এ বছর আবহাওয়া খারাপ থাকায় চাষ কম হওয়ায় কনকচূড় ধানের খইয়ের ভাটা পড়েছে মোয়াবাজারে।
জয়নগর এলাকার বহরু ও শ্রীপুর গ্রামে অধিকাংশ বাড়িতেই শীতের মোরসুমে এই কনকচুর ধান থেকে খোই তৈরি করা হয়। কিন্তু এবছর এই ধানের চাষ কম হওয়ার খই তৈরি করতে গিয়ে হিমশিম খাচ্ছে খই ব্যবসায়ীরা সাংবাদিকদের তারা জানান মোয়া তৈরির জন্য কনক চুর ধানের খই হল উপযুক্ত, কিন্তু আবহাওয়া খামখেয়ালিপনায় এ বছর এই ধান কম চাষ হওয়ায় তারা মোয়া ব্যবসায়ীদের খই সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন।
advertisement
advertisement
পাশাপাশি এ বিষয়ে এক খই ব্যবসায়ী অরবিন্দু দাস কুড়ি তিনি জানান আমি দীর্ঘ ৫০ বছর ধরে এই খই ব্যবসার সাথে যুক্ত আছে। বছরের এই তিন মাস আমরা জয়নগরের বিস্তীর্ণ এলাকার ব্যবসায়ীদের খই পাইকারি দিয়ে থাকে।
advertisement
মোয়া আসল স্বাদ পেতে গেলে প্রধান উপকরণ এই কোন চোর ধানের খই। এই চাষের ফলন সাধারণত এই দক্ষিণে পাওয়া যায়। সাধারণত এই খয়ের চাহিদা থাকে মোয়া তিন মাস। এই চাষের ফলন অনেকটাই কম। তাই আমরা সারা বছর এই ধান জমিয়ে রেখে এই সময় খই ভেজে বিভিন্ন মোয়া ব্যবসায়ীদের পাইকারি দিয়ে থাকি। মোয়া ব্যবসায়ীরা জানান, অন্য বছরের তুলনায় এ বছর কনক চুর ধান কম চাষ হওয়ায় মোয়ার কোয়ালিটি মেনটেন করতে গিয়ে কোয়ান্টিটি কমে যাচ্ছে।
advertisement
Suman Saha
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মিলছে না কনকচূড় ধান! জয়নগরের মোয়া হারাতে পারে তার আসল স্বাদ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement