South 24 Parganas News: শ্রদ্ধা-কাণ্ডের ছায়া এবার বাংলায়! স্ত্রীর দেহ তিন টুকরো করে একী করল স্বামী
- Published by:Piya Banerjee
Last Updated:
South 24 Parganas News: দিল্লির শ্রদ্ধা-কাণ্ডের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। ভয়াবহ কাণ্ড ঘটাল স্বামী! জানলে আতঙ্ক হবে!
বিষ্ণুপুর: দিল্লির শ্রদ্ধা-কাণ্ডের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। সন্দেহের বশে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর দেহ লোপাটের জন্য তিন টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে খুনের পর দেহ লোপাটের জন্য কাটারি দিয়ে দেহ তিন টুকরো করে স্বামী। অভিযুক্ত স্বামী আলিম সেখকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ৩৫ বছরের মমতাজ বিবি। আজ বিকেলে বিষ্ণপুরের সারদা গার্ডেন এলাকার একটি জলার পাড়ের মাটির ভেতর থেকে দেহের টুকরোগুলি উদ্ধার করেছে পুলিশ। পরিকল্পনা করে এই খুন বলে জানিয়েছে পুলিশ। এই খুনে আলিম ছাড়া আর কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
বছর পনেরো আগে আলিমের সঙ্গে মমতাজের বিয়ে হয়। আলিম মুর্শিদাবাদের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি বিষ্ণুপুরের ছিটবাগি এলাকায় থাকত দম্পতি। মমতাজ সামালি এলাকায় একটি লজেন্স কারখানায় কাজ করতেন।
advertisement
আরও পড়ুন:
advertisement
মঙ্গলবার সকালে কাজে যাওয়ার জন্য স্বামীর সঙ্গে বেরিয়েছিলেন মমতাজ। তারপর থেকে আর ফেরেন নি। আলিম যথারীতি রাতে শ্বশুরবাড়ি ফিরে আসে। আজ সকালে এলাকার মানুষের সন্দেহ হওয়ায় পুলিশকে জানায় বিষয়টি। এরপর আলিমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একসময় জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় আলিম। বিকেলে আলিমকে সঙ্গে নিয়ে মাটি খুঁড়ে দেহের টুকরোগুলি উদ্ধার করে পুলিশ।
advertisement
অর্পন মন্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 8:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: শ্রদ্ধা-কাণ্ডের ছায়া এবার বাংলায়! স্ত্রীর দেহ তিন টুকরো করে একী করল স্বামী