South 24 Parganas News: নবরূপে সেজে উঠছে সাহেববাড়ির প্রাচীন গির্জা, ঘুরে আসুন আপনিও
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
South 24 Parganas News: নবরূপে সেজে উঠছে সাহেববাড়ির প্রাচীন গির্জা। প্রায় ৯৫ বছরের পুরানো এই গির্জা একটি দর্শনীয় স্থান। পুরনো গির্জার রূপকে আমূল বদলে ফেলা হয়েছে। শতাধিক বছরের পুরানো এই সাহেববাড়ির গির্জা ইংরেজ আমলে তৈরি।
নবাব মল্লিক, রায়দিঘি : নবরূপে সেজে উঠছে সাহেববাড়ির প্রাচীন গির্জা। প্রায় ৯৫ বছরের পুরানো এই গির্জা একটি দর্শনীয় স্থান। পুরানো গির্জার রূপকে আমূল বদলে ফেলা হয়েছে।
এই সাহেববাড়ির গির্জা ইংরেজ আমলে তৈরি। তখন এলাকায় থাকতেন সাহেবরা। সেই থেকে এলাকার নাম হয়ে যায় সাহেববাড়ি। এখানে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন। এখানে এসে আপনি ঘুরে দেখতে পারেন গির্জা সংলগ্ন বাগান, বড় ঘণ্টা-সহ আরও অনেক মনোরম জিনিস। রয়েছে একটি বড় পার্ক। যেটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু।
advertisement
advertisement
এখানে আসতে হলে আপনাকে আসতে হবে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর স্টেশনে। সেখান থেকে বাস অথবা অটোতে করে সাহেববাড়ি। ট্রেন ভাড়া ২০ টাকা, বাস অথবা অটো ভাড়া আরও ৩০ টাকা। ২৫ ডিসেম্বর সমস্ত দিন সকলের জন্য খোলা থাকে এই গির্জা। তবে বছরের অন্যান্য দিন গির্জার আশেপাশে ঘুরতে পারবেন আপনি।
এ নিয়ে সাহেববাড়ি গির্জার পৃষ্ঠপোষক খোকন ঘোষ জানান, গির্জাটি ভগ্নপ্রায় হয়ে পড়েছিল। ফাদার স্যার পনিরসিলভম ও গ্রামবাসীদের উদ্যোগে এটিকে সংস্কার করা হয়েছে। আশা করা হচ্ছে এ বছর বড়দিনে এই গির্জায় প্রচুর মানুষজন ভিড় করবেন। গির্জার নতুন রূপ সকলকে মুগ্ধ করবে বলে জানিয়েছেন তাঁরা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 6:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নবরূপে সেজে উঠছে সাহেববাড়ির প্রাচীন গির্জা, ঘুরে আসুন আপনিও