South 24 Pargana: বিজয় উৎসবেও অশান্তির কালোছায়া! ফের বোমাবাজি বাসন্তীতে

Last Updated:

ভোট নিতে গেলেও রক্তপাত থামছে না এলাকায়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে বাসন্তী।

বিজয় উৎসবেও অশান্তির কালোছায়া! ফের বোমাবাজি বাসন্তীতে
বিজয় উৎসবেও অশান্তির কালোছায়া! ফের বোমাবাজি বাসন্তীতে
বাসন্তী: ভোট মিটে গেলেও রক্তপাত থামছে না এলাকায়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে বাসন্তী। আবারও বোমাবাজি, রক্তপাতে উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার এই এলাকা। তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়ার অভিযোগ উঠল অপর তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বিজয় উৎসবেও জারি অশান্তি। এই ঘটনায় ফের একবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ।
যুব তৃণমূল কর্মীর রফিকুল ও সাদেক মোল্লার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটেছে বাসন্তী থানার চুনাখালি গ্রাম পঞ্চায়েতের সচিয়াখালি গ্রামে। রফিকুল মোল্লার দাবি, পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার আগেই বাড়ি ছাড়া হতে হয়েছিল তাঁকে।
আরও পড়ুন: মা আসতে হাতে গোনা কয়েকটা দিন বাকি! প্রতিমা শিল্পীদের চিন্তা বাড়াচ্ছে বর্ষা
রফিকুলের পরিবারের দাবি, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিয়েও দলের নির্দেশে প্রার্থীর নাম প্রত্যাহার করেছিল যুব তৃণমূল। টিকিট পেয়েছিলেন অপর তৃণমূলের কর্মী। আর প্রার্থীপদ প্রত্যাহার করার পর থেকেই এলাকার যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর বারবার আক্রমণ হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা।
advertisement
advertisement
বর্তমানে রফিকুল বাড়িতে নেই। পরিবারের দাবি, সন্ত্রাসের জেরেই তাঁকে ঘরছাড়া হতে হয়েছে। বাড়িতে রয়েছেন তাঁর পরিজনেরা। মঙ্গলবার চুনাখালি বাজার এলাকায় তৃণমূলের কর্মীরা বিজয় উৎসবের আয়োজন করেছিলেন। তারপর রাত ১টা নাগাদ আচমকাই রফিকুল ও তাঁর ভাই সাদেকের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সকালে দেখা যায়, তাজা বোমা পড়ে রয়েছে বাড়ির সামনে। আতঙ্কে  রয়েছে গোটা পরিবার।এদিকে, তৃণমূল নেতা রাজা গাজী বলেন, “যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা কেউ তৃণমূলের কর্মী নন। ঘটনা সাজিয়ে তৃণমূলের বদনাম করার চেষ্টা হচ্ছে । পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে ওরা। বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলতে কিছু নেই।”
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Pargana: বিজয় উৎসবেও অশান্তির কালোছায়া! ফের বোমাবাজি বাসন্তীতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement