South 24 Pargana News: বাড়ি ভাড়া দিয়েছিলেন বৃদ্ধ ভাই-বোন, ভাড়াটিয়ারা যা করল, শিউরে উঠবেন

Last Updated:

সম্পত্তি দখলের কারণে বাড়ির মালিককে খুনের অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে ৷ ঘটনায় গ্রেফতার ভাড়াটিয়া ও তার ছেলে

অভিযুক্তদের আদালতে পেশ
অভিযুক্তদের আদালতে পেশ
নরেন্দ্রপুর: সম্পত্তি দখলের কারণে বাড়ির মালিককে খুনের অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে ৷ ঘটনায় গ্রেফতার ভাড়াটিয়া ও তার ছেলে ৷ দু’জনকে শুক্রবার বারুইপুর আদালতে পেশ করা হয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে ৩০৬, ৫০৬ ও ১২০বি ধারায় মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷ ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
নরেন্দ্রপুর থানা এলাকার সুকান্তপল্লীর বাসিন্দা সোমনাথ চক্রবর্তী ও তার বোন মীনাক্ষী চক্রবর্তী ৷ দুজনেই অবিবাহিত ৷ ভাই-বোনই থাকতেন বাড়িতে ৷ অভিযোগ, তাঁদের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাত ভাড়াটিয়া ৷ সোমনাথবাবু ও মীনাক্ষী দেবী দুজনেই পঞ্চাশোর্ধ ৷ তাঁরা বাড়ি ভাড়া দিয়েছিলেন প্রকাশ ঘোষকে ৷ প্রকাশ ঘোষ, তার স্ত্রী এবং পুত্র ও পুত্রবধূকে নিয়ে ওই বাড়িতে থাকতেন ৷ সোমনাথ ও মীনাক্ষীর কেউ নেই দেখে তারা বাড়ি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ ৷ নানারকমভাবে বয়স্ক ভাই ও বোনের উপর অত্যাচার করা হত ৷ তাঁদের হেনস্থাও করা হত ৷ এই বিষয় একাধিকবার তাঁরা থানাতেও জানিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷
advertisement
বৃহস্পতিবার মীনাক্ষী চক্রবর্তী দুপুরের দিকে ব্যাঙ্কে গিয়েছিলেন। আরও কিছু কাজ ছিল বলে বাড়ি ফিরতে রাত হয় ৷ বাড়ি ফিরে দাদা সোমনাথ চক্রবর্তীকে ঝুলন্ত অবস্থায় দেখেন। চিৎকার করে উঠলে প্রতিবেশীরা জড়ো হন। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা ৷ ঘটনার পর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে বোন মীনাক্ষী দেবীও ৷ প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় গভীর রাতে ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
advertisement
advertisement
এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় দাদাকে মেরে ফেলার অভিযোগ দায়ের করেন বোন মীনাক্ষী চক্রবর্তী ৷ ঘটনার তদন্তে নেমে শনিবার সকালে ভাড়াটিয়া প্রকাশ ঘোষ ও তার ছেলে সুদীপ ঘোষকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ধৃত প্রকাশ ঘোষের স্ত্রী রুবি ঘোষ অবশ্য জানান, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই ৷ তাদের ফাঁসানো হচ্ছে ৷ বিভিন্ন কারণে ভাই-বোনের মধ্যে অশান্তি হত বলে তাঁর পাল্টা দাবি ৷ তিনি এও দাবি করেন, যে জায়গায় তারা বসবাস করছেন, তা তাঁরা কিনে নিয়েছেন।
advertisement
অর্পন মন্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Pargana News: বাড়ি ভাড়া দিয়েছিলেন বৃদ্ধ ভাই-বোন, ভাড়াটিয়ারা যা করল, শিউরে উঠবেন
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement