South 24 Pargana News: বাড়ি ভাড়া দিয়েছিলেন বৃদ্ধ ভাই-বোন, ভাড়াটিয়ারা যা করল, শিউরে উঠবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:ARPAN MONDAL
Last Updated:
সম্পত্তি দখলের কারণে বাড়ির মালিককে খুনের অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে ৷ ঘটনায় গ্রেফতার ভাড়াটিয়া ও তার ছেলে
নরেন্দ্রপুর: সম্পত্তি দখলের কারণে বাড়ির মালিককে খুনের অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে ৷ ঘটনায় গ্রেফতার ভাড়াটিয়া ও তার ছেলে ৷ দু’জনকে শুক্রবার বারুইপুর আদালতে পেশ করা হয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে ৩০৬, ৫০৬ ও ১২০বি ধারায় মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷ ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
নরেন্দ্রপুর থানা এলাকার সুকান্তপল্লীর বাসিন্দা সোমনাথ চক্রবর্তী ও তার বোন মীনাক্ষী চক্রবর্তী ৷ দুজনেই অবিবাহিত ৷ ভাই-বোনই থাকতেন বাড়িতে ৷ অভিযোগ, তাঁদের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাত ভাড়াটিয়া ৷ সোমনাথবাবু ও মীনাক্ষী দেবী দুজনেই পঞ্চাশোর্ধ ৷ তাঁরা বাড়ি ভাড়া দিয়েছিলেন প্রকাশ ঘোষকে ৷ প্রকাশ ঘোষ, তার স্ত্রী এবং পুত্র ও পুত্রবধূকে নিয়ে ওই বাড়িতে থাকতেন ৷ সোমনাথ ও মীনাক্ষীর কেউ নেই দেখে তারা বাড়ি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ ৷ নানারকমভাবে বয়স্ক ভাই ও বোনের উপর অত্যাচার করা হত ৷ তাঁদের হেনস্থাও করা হত ৷ এই বিষয় একাধিকবার তাঁরা থানাতেও জানিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷
advertisement
বৃহস্পতিবার মীনাক্ষী চক্রবর্তী দুপুরের দিকে ব্যাঙ্কে গিয়েছিলেন। আরও কিছু কাজ ছিল বলে বাড়ি ফিরতে রাত হয় ৷ বাড়ি ফিরে দাদা সোমনাথ চক্রবর্তীকে ঝুলন্ত অবস্থায় দেখেন। চিৎকার করে উঠলে প্রতিবেশীরা জড়ো হন। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা ৷ ঘটনার পর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে বোন মীনাক্ষী দেবীও ৷ প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় গভীর রাতে ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
advertisement
advertisement
এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় দাদাকে মেরে ফেলার অভিযোগ দায়ের করেন বোন মীনাক্ষী চক্রবর্তী ৷ ঘটনার তদন্তে নেমে শনিবার সকালে ভাড়াটিয়া প্রকাশ ঘোষ ও তার ছেলে সুদীপ ঘোষকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ধৃত প্রকাশ ঘোষের স্ত্রী রুবি ঘোষ অবশ্য জানান, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই ৷ তাদের ফাঁসানো হচ্ছে ৷ বিভিন্ন কারণে ভাই-বোনের মধ্যে অশান্তি হত বলে তাঁর পাল্টা দাবি ৷ তিনি এও দাবি করেন, যে জায়গায় তারা বসবাস করছেন, তা তাঁরা কিনে নিয়েছেন।
advertisement
অর্পন মন্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 6:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Pargana News: বাড়ি ভাড়া দিয়েছিলেন বৃদ্ধ ভাই-বোন, ভাড়াটিয়ারা যা করল, শিউরে উঠবেন