South 24 Parganas News: বিরাট বড়! সাগরের সুমতিনগরের ভীম পুজোয় এবার বিশাল বড় চমক, দেখলে চোখ ফেরাতে পারবেন না
Last Updated:
সাগরের সুমতিনগরে তৈরি হল ৩০ ফুটের ভীম মূর্তি। যা দেখতে ভিড় জমালো স্থানীয় বাসিন্দারা। ৮ বছর ধরে চলে আসা এই মেলায় এবছরই এত বড় ভীম ঠাকুর তৈরি করা হয়েছে।
গঙ্গাসাগর: সাগরের সুমতিনগরে তৈরি হল ৩০ ফুটের ভীম মূর্তি। যা দেখতে ভিড় জমালেন স্থানীয় বাসিন্দারা। ৮ বছর ধরে চলে আসা এই মেলায় এবছরই এত বড় ভীম ঠাকুর তৈরি করা হয়েছে। যা দেখে খুশি দর্শনার্থীরা।
মূলত, এই এলাকায় আগে মনসা পুজো করা হত। সাগর একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় আগে এখানে সাপের উপদ্রব ছিল। এই এলাকাগুলিতে অকাল মনসা পুজো হওয়ার চল ছিল।
ক্রমে এই দ্বীপে সাপের উপদ্রব কমতে থাকে। এরপর স্থানীয়রা মনসা পুজোর সঙ্গে ভীম পুজোর প্রচলন করেন। একসঙ্গে চলতে থাকে দুটি পুজো।
advertisement
আরও পড়ুন: 'আই লাভ কেওড়াতলা মহাশ্মশান? শ্মশান আবার কেউ ভালবাসে নাকি?' সোশ্য়াল মিডিয়ার পোস্ট নিয়ে সরব মমতা
এই এলাকার স্থানীয় যুবকরা সারাবছর কাজের জন্য বাইরে থাকেন।
advertisement
তবে পুজো হলেই তাঁরা এলাকায় চলে আসেন। বর্তমানে সমস্ত পুজো তাঁরাই দেখভাল করেন। ক্রমে পুজো দুটি একত্রিত হয়ে রূপ নেয় মনসা মাতার পুজো ও ভীম মেলায়। তবে এবছর ৩০ ফুটের বিশালাকার ভীম মূর্তি তৈরি করার পর, এলাকায় এই মেলার নাম আরও প্রসারিত হয়েছে।
এবছরের ব্যাপক সাফল্য লাভের পরে, এই পুজো প্রতিবছর চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা। আপাতত, মেলা উপলক্ষে সবরকম নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
West Bengal
First Published :
April 10, 2023 6:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বিরাট বড়! সাগরের সুমতিনগরের ভীম পুজোয় এবার বিশাল বড় চমক, দেখলে চোখ ফেরাতে পারবেন না