South 24 Parganas News: স্বামীকে ফেরাতে গুণীনের কাছে গিয়েছিলেন...তারপর! ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে বাঁচলেন মহিলা

Last Updated:

স্বামী নেশাগ্রস্ত। প্রতিবেশী কারোর সঙ্গে কথা বললে স্ত্রীকে সন্দেহ করে তৈরি হয় অশান্তির বাতাবরণ। তাই নেশাগ্রস্ত স্বামীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গিয়ে এক গুনিনের খপ্পরে গৃহবধু 

স্বামীকে বাঁচাতে গুনিনের খপ্পরে গৃহবধু 
স্বামীকে বাঁচাতে গুনিনের খপ্পরে গৃহবধু 
দক্ষিণ ২৪ পরগনা: স্বামী নেশাগ্রস্ত৷ সন্দেহ বাতিকও রয়েছে৷ প্রতিবেশীদের সঙ্গে কথা বললেও স্ত্রী-কে সন্দেহ৷ দিনরাত সংসারে অশান্তির বাতাবরণ৷ এমন পরিস্থিতিতে স্বামীকে সুপথে ফেরাতে এবং সংসারে শান্তি আনতে কুসংস্কারের আশ্রয় নিয়ে ফেললেন গৃহবধূ৷ যার ফল হল মারাত্মক৷
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা৷ স্বামী ও সংসারের দুঃখকষ্টের কথা প্রায়ই প্রতিবেশী মহিলা মণি প্রামাণিকের কাছে বলতেন ওই মহিলা৷ একদিন মণিই তাঁকে সোনা হালদার নামের এক গুণীনের সন্ধান দেন৷ পরিচয়ও করিয়ে দেন সোনার সঙ্গে৷
আরও পড়ুন: বিরাট কাজে দেয় লবঙ্গ! উধাও হয়ে যায় পিরিয়ডের সমস্যা..শুধু খেতে হয় ‘এই’ ভাবে, বলছেন চিকিৎসক
ওই গুণীন জানান, মহিলার কাজ করে দিতে ১৫ হাজার টাকা লাগবে৷ তারপরে অনেক দরদস্তুর করে সেই টাকার অঙ্ক নামে ৫ হাজারে৷ তারপরে একদিন ‘কাজ’ সারতে মহিলার বাড়িতে যান ওই প্রতারক৷ আগে থেকেই মহিলাকে জানিয়ে দিয়েছিলেন, যে সময় কাজ চলবে, তাঁর স্ত্রী সন্তানকে বাড়িতে রাখা চলবে না৷ সেই মতোই তাঁদের আলাদা রেখেছিলেন ওই মহিলা৷
advertisement
advertisement
আরও পড়ুন: মিড ডে মিলের চালে থিক থিক করছে পোকা! রান্নাঘরে তালা লাগিয়ে বিক্ষোভ, হূলস্থূল কাণ্ড
অভিযোগ, এরপরেই ওই গুণীন মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করেন৷ মহিলা চিৎকার করে বেরিয়ে আসতেই প্রতিবেশীদের হাতে পাকড়াও হয়ে যায় সোনা৷ অভিযুক্ত গুণীনকে তুলে দেওয়া হয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশের হাতে। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে সোনা হালদার নামে ওই গুণীনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: স্বামীকে ফেরাতে গুণীনের কাছে গিয়েছিলেন...তারপর! ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে বাঁচলেন মহিলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement