South 24 Parganas News: স্বামীকে ফেরাতে গুণীনের কাছে গিয়েছিলেন...তারপর! ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে বাঁচলেন মহিলা
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
স্বামী নেশাগ্রস্ত। প্রতিবেশী কারোর সঙ্গে কথা বললে স্ত্রীকে সন্দেহ করে তৈরি হয় অশান্তির বাতাবরণ। তাই নেশাগ্রস্ত স্বামীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গিয়ে এক গুনিনের খপ্পরে গৃহবধু
দক্ষিণ ২৪ পরগনা: স্বামী নেশাগ্রস্ত৷ সন্দেহ বাতিকও রয়েছে৷ প্রতিবেশীদের সঙ্গে কথা বললেও স্ত্রী-কে সন্দেহ৷ দিনরাত সংসারে অশান্তির বাতাবরণ৷ এমন পরিস্থিতিতে স্বামীকে সুপথে ফেরাতে এবং সংসারে শান্তি আনতে কুসংস্কারের আশ্রয় নিয়ে ফেললেন গৃহবধূ৷ যার ফল হল মারাত্মক৷
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা৷ স্বামী ও সংসারের দুঃখকষ্টের কথা প্রায়ই প্রতিবেশী মহিলা মণি প্রামাণিকের কাছে বলতেন ওই মহিলা৷ একদিন মণিই তাঁকে সোনা হালদার নামের এক গুণীনের সন্ধান দেন৷ পরিচয়ও করিয়ে দেন সোনার সঙ্গে৷
আরও পড়ুন: বিরাট কাজে দেয় লবঙ্গ! উধাও হয়ে যায় পিরিয়ডের সমস্যা..শুধু খেতে হয় ‘এই’ ভাবে, বলছেন চিকিৎসক
ওই গুণীন জানান, মহিলার কাজ করে দিতে ১৫ হাজার টাকা লাগবে৷ তারপরে অনেক দরদস্তুর করে সেই টাকার অঙ্ক নামে ৫ হাজারে৷ তারপরে একদিন ‘কাজ’ সারতে মহিলার বাড়িতে যান ওই প্রতারক৷ আগে থেকেই মহিলাকে জানিয়ে দিয়েছিলেন, যে সময় কাজ চলবে, তাঁর স্ত্রী সন্তানকে বাড়িতে রাখা চলবে না৷ সেই মতোই তাঁদের আলাদা রেখেছিলেন ওই মহিলা৷
advertisement
advertisement
আরও পড়ুন: মিড ডে মিলের চালে থিক থিক করছে পোকা! রান্নাঘরে তালা লাগিয়ে বিক্ষোভ, হূলস্থূল কাণ্ড
অভিযোগ, এরপরেই ওই গুণীন মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করেন৷ মহিলা চিৎকার করে বেরিয়ে আসতেই প্রতিবেশীদের হাতে পাকড়াও হয়ে যায় সোনা৷ অভিযুক্ত গুণীনকে তুলে দেওয়া হয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশের হাতে। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে সোনা হালদার নামে ওই গুণীনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
West Bengal
First Published :
January 08, 2024 7:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: স্বামীকে ফেরাতে গুণীনের কাছে গিয়েছিলেন...তারপর! ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে বাঁচলেন মহিলা