হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
দোকান বন্ধ করে তখন বাড়ি যাচ্ছিলেন চা বিক্রেতা, একটা বাইক শেষ করে দিল সবকিছু!

South 24 Paragans News: দোকান বন্ধ করে তখন বাড়ি যাচ্ছিলেন চা বিক্রেতা, একটা বাইক শেষ করে দিল সবকিছু!

সব শেষ হয়ে গেল!

সব শেষ হয়ে গেল!

South 24 Paragans News: আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই পড়েছিলেন স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

  • Share this:

বিষ্ণুপুর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চা বিক্রেতার। নাম কার্তিক চন্দ্র মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কার্তিক বাবু তাঁর দোকানের চা বিক্রি করে রাত সাড়ে দশটা-এগারোটা নাগাদ নেপালগঞ্জ বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। ঠিক সেই সময় পৈলানের দিক থেকে নেপালগঞ্জের দিকে একটি দ্রুত গতিতে আসা বাইক অপর দিক থেকে হেঁটে আসা কার্তিক বাবুকে ধাক্কা মারে। আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই পড়েছিলেন স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

স্থানীয়রা ঘাতক বাইক চালককে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় জনতার রোষে পৈলান নেপালগঞ্জের রাস্তা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, পৈলান নেপালগঞ্জ যান চলাচলও বন্ধ হয়ে যায়। স্থানীয় মানুষজন ঘাতক গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে বিষ্ণুপুর থানার পুলিশ এসে আগুন নিভিয়ে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়ে কার্তিক চন্দ্র মণ্ডলের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: ট্রেনের গায়ে সাদা-হলুদ-সবুজ ডোরাকাটা দাগ দেখেন? মানে বুঝলে কত যে সুবিধা, ভাবতে পারবেন না!

আরও পড়ুন: গোপাল-হৈমন্তীর ফ্ল্যাটের আবর্জনায় বিরাট সূত্র পেল সিবিআই! নিয়োগ দুর্নীতিতে বড় পর্দাফাঁস

পরিবারের লোকজন তারা বিষ্ণুপুর থানায় অভিযোগ জানাচ্ছেন এই ঘাতক গাড়ির চালকের বিরুদ্ধে। এলাকার মানুষজনের অভিযোগ, পৈলান নেপালগঞ্জের মাঝে যে ফাঁকা জায়গায় সেখানে মূলত বিভিন্ন এলাকার লোকজন এসে এখানে মাদক জাতীয় দ্রব্য সেবন করেন এবং তারা বেপরোয়া ভাবে গাড়ি নিয়ে চলাচল করে, তার জেরেই মূলত এই দুর্ঘটনা।

Published by:Suman Biswas
First published:

Tags: Bike Accident, West Bengal news