South 24 Parganas News: বেহালার ছাত্র মৃত্যুর রেশ থিতিয়ে যেতেই স্কুলের সামনে থেকে উঠে গেল ট্রাফিক গার্ড
- Reported by:SUMAN SAHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
স্কুলের সামনে থেকে ট্রাফিক গার্ড উঠে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন অভিভাবকরা
দক্ষিণ ২৪ পরগনা: বেহালায় পথ দুর্ঘটনায় দ্বিতীয় শ্রেণির পড়ুয়া স্বপ্ননীলের মর্মান্তিক মৃত্যুর পর কদিন ছবিটা একটু বদলেছিল। কিন্তু আবার যেই কে সেই। স্কুলের সামনে থেকে উঠে গেল ট্রাফিক গার্ড। জয়নগরের ঘটনা। ফলে তাতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল।
বেহালার ছাত্র মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্কুলের সামনে গত কিছুদিন ধরে যান নিয়ন্ত্রণ করার জন্য মোতায়েন করা হয়েছিল ট্রাফিক পুলিশ। স্কুল শুরু ও ছুটির সময় সিভিক ভলেন্টিয়াররা কর্ডন করে বাচ্চা ও অভিভাবকদের রাস্তা পারাপারে সহায়তা করছিলেন। কিন্তু সেসব ওই দু’দিনের ব্যাপার। শিশু মৃত্যুর ঘটনার রেশ থিতিয়ে যেতেই জয়নগরের নিমপীঠ গার্লস স্কুলের সামনে আর দেখা যাচ্ছে না ট্রাফিক পুলিশ। এতে আতঙ্কিত অভিভাবকরা।
advertisement
advertisement
জয়নগরের এই স্কুলের সামনে বেহালার ঘটনার পর ট্রাফিক গার্ড তৈরি করা হয়েছিল। এরই মধ্যে রাস্তা পারাপারের সময় একটি মোটর ভ্যানের ধাক্কায় এই স্কুলের বেশ কিছু ছাত্রীর আহত হওয়ার ঘটনা ঘটে। যার পরে পুলিশের নজরদারি আরও বাড়ে। কিন্তু এবার সেটাও উঠে গেল। এই প্রসঙ্গে এক অভিভাবক বলেন, আমরা চাই স্কুল শুরু এবং ছুটির সময় বেহালার ঘটনার পর যেভাবে মেন রোডের পাশের স্কুলগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছিল সেটা বহাল থাকুক। পুলিশ পাহাড়ার পাশাপাশি যদি স্কুলের দুই ধারে গার্ড রেলের ব্যবস্থা করে তাহলে কিন্তু গাড়িগুলির গতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 24, 2023 5:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বেহালার ছাত্র মৃত্যুর রেশ থিতিয়ে যেতেই স্কুলের সামনে থেকে উঠে গেল ট্রাফিক গার্ড









