South 24 Parganas News: দীর্ঘ লড়াইয়ের পর এই ক্ষতিপুরণ মিলল শান্তিবালার
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
বাঘের আক্রমণে মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণের নিয়ম থাকলেও, শান্তিবালা তা পাননি। দীর্ঘ লড়াইয়ের পর এই ক্ষতিপুরণ মিলল।
কুলতলি: অবশেষে ক্ষতিপূরণ পেলেন শান্তিবালা নস্কর। কুলতলির কৈখালির বাসিন্দা শান্তিবালার স্বামী লখিন্দর নস্কর বছর দু’য়েক আগে জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মারা যান। বাঘের আক্রমণে মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপুরণের নিয়ম থাকলেও, শান্তিবালা তা পাননি। অভিযোগ, বিভিন্ন দফতরে আবেদন করেও লাভ হয়নি। এর পরই আদালতের দ্বারস্থ হন শান্তিবালা। সেই মামলার রায়ে গত অক্টোবর মাসে শান্তিবালাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক।
এরপরই ক্যানিংয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দফতরে ডেকে শান্তিবলার হাতে ক্ষতিপূরণের পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।ক্ষতিপূরণ পেয়ে শান্তিবালা বলেন, “সংসার চালাতে সমস্যায় পড়েছিলাম। এই টাকা পেয়ে অনেকটা উপকার হবে।” এ দিন শান্তিবালার সঙ্গে ছিলেন মানবাধিকার সংগঠন এপিডিআর এর জয়নগর শাখার সম্পাদক মিঠুন মণ্ডল। তিনি বলেন, “দীর্ঘ লড়াই এর পর এই ক্ষতিপূরণ মিলল। সুন্দরবনে বাঘে আক্রান্ত এরকম অনেক পরিবার ক্ষতিপূরণ পাননি। তাদের লড়াইয়েও আগামী দিনে আমরা পাশে থাকব।”
advertisement
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 11:08 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দীর্ঘ লড়াইয়ের পর এই ক্ষতিপুরণ মিলল শান্তিবালার