South 24 Parganas News: ডেঙ্গি ঠেকাতে এবার পথে নামলেন পুর চেয়ারম্যান! বাড়ি বাড়ি গিয়ে করলেন সচেতনতার প্রচার

Last Updated:

রাজপুর-সোনারপুর পুর এলাকায় ডেঙ্গির উপদ্রুব বেড়েই চলেছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত সপ্তাহে ৩৮ জন আক্রান্ত হয়েছেন পুর এলাকায়। এর জেরেই এতদিন পর টনক নড়ল পুরসভার। পুরসভার চেয়ারম্যান ডঃ পল্লব দাস নিজেই পথে নেমে নর্দমায় ব্লিচিং পাউডার, স্প্রে দিলেন।

#সোনারপুর : রাজপুর-সোনারপুর পুর এলাকায় ডেঙ্গির উপদ্রুব বেড়েই চলেছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত সপ্তাহে ৩৮ জন আক্রান্ত হয়েছেন পুর এলাকায়। এর জেরেই এতদিন পর টনক নড়ল পুরসভার। পুরসভার চেয়ারম্যান ডঃ পল্লব দাস নিজেই পথে নেমে নর্দমায় ব্লিচিং পাউডার, স্প্রে দিলেন। তেমনই স্কুলের ছাত্র-ছাত্রী, ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সচেতন করলেন। ছিলেন বারুইপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট রাখী পাল। এই প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, গত দু’মাসে ডেঙ্গি একটু বেড়েছে। তবে তা ছড়ায়নি সব ওয়ার্ডে। ডেঙ্গি রুখতে আগে থেকে মানুষকে সচেতন হতে হবে।
এদিন পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে আর এন ভট্টাচার্য রোড সংলগ্ন এলাকায় ডেঙ্গি প্রতিরোধে চেয়ারম্যান স্বাস্থ্যকর্মীদের নিয়ে পথে নামেন। সেখানে যান চেয়ারম্যান। বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে জল যাতে না জমে থাকে সেই ব্যাপারে সতর্ক করেন। এদিন পুরসভার সামনে ডেঙ্গি নিয়ন্ত্রণে অসফল পুরসভা এই অভিযোগ এনে বারুইপুর সাংগঠনিক বিজেপি জেলার পক্ষ থেকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, মশা মারার তেলের বদলে জল দেওয়া হচ্ছে নর্দমায়।
advertisement
আরও পড়ুনঃ রায়দিঘীর খাড়ি বামুনেরচকে তৈরি হচ্ছে নতুন পার্ক
তবে সে অভিযোগ উড়িয়ে দিয়ে পুরসভার চেয়ারম্যান তিনি বলেন আমাদের পুরসভার সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীদের নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে সচেতন করা হচ্ছে যাতে কোন রকম ভাবে ডেঙ্গি সচেতনতা নিয়ে। প্রশ্ন না ওঠে সমস্ত পৌরবাসীকে সচেতন করা হচ্ছে। এবং আমরা নিজেরাই পথে নেবে মানুষকে আরো বেশি বেশি করে সচেতন করছি। এবং কোনভাবেই যাতে কোন ওয়ার্ডে ওয়ার্ডে জল জমে না থাকে সে বিষয়ে কিন্তু করা নজর থাকছে পুরসভার তরফ থেকে।
advertisement
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ডেঙ্গি ঠেকাতে এবার পথে নামলেন পুর চেয়ারম্যান! বাড়ি বাড়ি গিয়ে করলেন সচেতনতার প্রচার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement