Puri Jagannath Temple Theme: বাংলায় এবার পুরীর জগন্নাথ মন্দির, দেখতে চাইলে যেতে হবে কোথায়?
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
গ্রাম বাংলার অগণিত সাধারণ মানুষ ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে উঠতে পারেননি।তাই এ বছর শাসন বালক সংঘ তাদের ৬৮ তম বর্ষে পুরীর জগন্নাথ মন্দিরকে মানুষের সামনে তুলে ধরেছে।
দক্ষিণ ২৪ পরগনার: দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মা এলো মর্ত্যে এক বছরের অবসান ঘটিয়ে সবাই মেতে উঠেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। পুজোর এই কটা দিন সকলে আনন্দে বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া থেকে শুরু করে দেদার প্যান্ডেল হপিংয়ের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া সবকিছুই থাকে পুরো দামি।
আর এই সব কিছুর মাঝে থেকে যায় কিছু স্মৃতি যা আজীবন পছন্দের প্যান্ডেল থেকে শুরু করে বন্ধু-বান্ধবের সঙ্গে প্রতিটা মুহূর্ত ছবিবন্দী হয়ে থাকে মানুষের মনি কোঠায়। আর সেই মতো কলকাতার পুজোকে টক্কর দিতে তৈরি জেলার পুজো গুলি ও তার মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর শাসন বালক সংঘের ৬৮ তম বর্ষের এবারের ভাবনা পুরীর জগন্নাথ মন্দির।
advertisement
আরও পড়ুনDurga Puja 2024: প্রতীমায় সাবেকিয়ানা, ডায়মন্ড হারবার যুববৃন্দের এবছরের পুজোর থিম ময়ূরাক্ষী
advertisement
গ্রাম বাংলার অগণিত সাধারণ মানুষ পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে উঠতে পারেনি।তাই এ বছর শাসন বালক সংঘ তাদের ৬৮ তম বর্ষে পুরীর জগন্নাথ মন্দিরকে মানুষের সামনে তুলে ধরেছে। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর সাধারণের জন্য এই মণ্ডপের খুলে দেওয়া হয়।
advertisement
উদ্যোক্তাদের দাবি সবাই হয়তো সেভাবে পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করতে পারে না তাই আমাদের এই মন্ডপে আসলেই মায়ের প্রতিমা দর্শনের পুরীর জগন্নাথ মন্দিরের দর্শন পাওয়া যাবে। সেই কথা ভেবেই আমরা এবছর এই ভাবনা মানুষের মধ্যে তুলে ধরেছি।
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 10, 2024 5:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Puri Jagannath Temple Theme: বাংলায় এবার পুরীর জগন্নাথ মন্দির, দেখতে চাইলে যেতে হবে কোথায়?









