Puja Tour 2023: কলকাতায় নতুন আকর্ষণ! সপ্তাহান্তে বিলাসবহুল গঙ্গাবক্ষে ক্রজের মজা নিন সপরিবারে
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
বিলাসবহুল ক্রুজের মজা নিতে চলে আসুন ডায়মন্ডহারবারে। মাত্র ৩৪৮ টাকায় এই ক্রুজে চেপে আপনি ঘুরে আসতে পারবেন গঙ্গাসাগর থেকে।
ডায়মন্ডহারবার: বিলাসবহুল ক্রুজের মজা নিতে চলে আসুন ডায়মন্ডহারবারে। মাত্র ৩৪৮ টাকায় এই ক্রুজে চেপে আপনি ঘুরে আসতে পারবেন গঙ্গাসাগর থেকে। পর্যটকদের কাছে গঙ্গাসাগর যাত্রা আরও আকর্ষণীয় করে তুলতে এবার ক্রুজ পরিষেবা চালু করা হয়েছে ডায়মন্ড হারবারে। এখন থেকে মাত্র দেড় ঘন্টার মধ্যে ডায়মন্ড হারবার থেকে সহজেই পৌঁছে যাওয়া যাবে সাগরদ্বীপে।
ক্রুজের মধ্যে রয়েছে শীততাপনিয়ন্ত্রিত দুটি কেবিন। সব মিলিয়ে দেড়শর বেশি যাত্রী আসন রয়েছে। যাওয়া এবং আসার জন্য আলাদা আলাদা করেও বুকিং করতে পারবেন পর্যটকরা। অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট কাটার সুযোগ থাকছে। আপতত সপ্তাহে তিন দিন এই পরিষেবা চালু থাকবে।
advertisement
advertisement
ডায়মন্ড হারবারের পোর্ট ট্রাস্টের জেটি থেকে হুগলি নদী ধরে ক্রুজটি যাবে সাগরদ্বীপের কচুবেড়িয়া ঘাটে। একই পথে আবার ফিরেও আসবে। পুজোর মুখে এই ক্রুজ পরিষেবা চালু হওয়ায় সাগরদ্বীপ যাত্রা যেন হাতের মুঠোয় চলে এসেছে।
এই ক্রুজ পরিষেবার দায়িত্বে থাকা ‘অসপ্রে ওয়াটার ওয়েস’ সংস্থার প্রশাসনিক আধিকারিক মোনালিসা ঘড়ুই বলেন, ‘এতদিন কলকাতা থেকে সাগরদ্বীপ পর্যন্ত এই ক্রুজ চালু হয়েছিল আগেই৷ এবার নতুন সংযোজন ডায়মন্ড হারবার। আশাকরছি এখান থেকে ভালোই যাত্রী পাওয়া যাবে। এই ক্রুজ ভ্রমণ পর্যটকদের কাছে নিঃসন্দেহে আলাদা অভিজ্ঞতা দেবে।’ এ নিয়ে পর্যটক দ্যুতি ভট্টাচার্য বলেন, ‘প্রথমবার গঙ্গাসাগর যাচ্ছি তাও আবার ক্রুজে। অনবদ্য অভিজ্ঞতা হলো। হুগলি নদীর দুধারের অপার সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া এবং ফেরা একেবারেই ভোলার নয়।’
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2023 1:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Puja Tour 2023: কলকাতায় নতুন আকর্ষণ! সপ্তাহান্তে বিলাসবহুল গঙ্গাবক্ষে ক্রজের মজা নিন সপরিবারে