Political Clash: রাজনৈতিক দলাদলিতে থমকে উন্নয়ন, চরম দুর্ভোগ বাসন্তী কাঁঠালবেড়িয়া গ্রামে
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
কোথাও এক কোমর জল, কোথাও হাঁটু সমান জল। প্রাণ হাতে নিয়ে বাঁশের সাঁকো দিয়েও কোথাও কোথাও যাতায়াত। রাজনৈতিক দলাদলিতে উন্নয়নের কাজ বন্ধ বাসন্তী কাঁঠালবেড়িয়া গ্রামে।
বাসন্তী: কোথাও এক কোমর জল দিয়ে যাতায়াত করতে হয়, তো কোথাও হাঁটু সমান জল দিয়ে। প্রাণ হাতে নিয়ে বাঁশের সাঁকো দিয়ে কোথাও কোথাও যাতায়াত করতে হচ্ছে। এলাকায় দু -একটি রাস্তা হলেও তাতে ইট বা কংক্রিটের আস্তরন পড়েনি বলেই অভিযোগ স্থানীয়দের। পানীয় জলের টিউবওয়েলও দীর্ঘদিন ধরেই খারাপ। প্রায় এক দেড় কিলোমিটার দূর থেকে জল সংগ্রহ করতে হয়। তৃণমূলের উন্নয়নের জামানায় তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত এলাকায় এই ছবি। আর এর ফল ভোগ করতে হচ্ছে এই এলাকায় কয়েক হাজার বাসিন্দাকে। অভিযোগ শোনা গেছে যে, এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক কোন্দল রয়েছে। আর রাজনৈতিক দলাদলিতে এলাকায় কোন উন্নয়ন হচ্ছে না।
শুধুমাত্র বর্ষাকাল নয়, সারা বছরই জল কাদার উপর দিয়ে যাতায়াত করতে হয় এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। বাসন্তী ব্লকের কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেরিয়া, উত্তর ভাঙনখালি সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার মানুষ তাই সমস্যায় পড়েছেন। রাজনৈতিক দলাদলিই কি এর মূল কারণ?
advertisement
advertisement
এই পরিস্থিতিতে কেউ কেউ ভোট দিতে যাবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। কিছু কিছু জায়গায় এলাকার মানুষ নিজেরাই চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন। তো কিছু জায়গায় সাঁকো না থাকায় জল ডিঙিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তাঁরা।
রাস্তা না থাকায় চরম দুর্ভোগের শিকার হতে হয় গর্ভবতী মহিলা থেকে শুরু করে অসুস্থ মানুষজনকেও। এই গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষ নরক যন্ত্রণা সহ্য করছেন রাজনৈতিক দলাদলির কারণে।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2023 4:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Political Clash: রাজনৈতিক দলাদলিতে থমকে উন্নয়ন, চরম দুর্ভোগ বাসন্তী কাঁঠালবেড়িয়া গ্রামে