South 24 Parganas News: কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র! মধ্যমগ্রাম থেকে প্রতারিত কাকদ্বীপের বাসিন্দা
Last Updated:
আবারও কল সেন্টারের আড়ালে প্রতারণাচক্রের হদিশ পেল পুলিশ।
কাকদ্বীপ: আবারও কল সেন্টারের আড়ালে প্রতারণাচক্রের হদিশ পেল পুলিশ। মোবাইল টাওয়ার বসানো ও চাকরির টোপ দিয়ে ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে উত্তর ২৪ পরগনা থেকে ২ জনকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার পুলিশ। ধৃত অভিষেক মজুমদার ও ভিকি রায়। অভিষেক ও ভিকি উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া ও ঘোলার বাসিন্দা। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এই কলসেন্টারটি চলত।
২০২২-এরমাঝামাঝি কাকদ্বীপের গোবিন্দরামপুরের বাসিন্দা কার্তিক মান্নার কাছে তাঁর ফাঁকা জমিতে জিও মোবাইলের টাওয়ার বসানোর জন্য একটি ফোন আসে। টাওয়ার বসালে জমির ভাড়া হিসেবে লক্ষ লক্ষ টাকা ও একজনের চাকরি হবে বলে টোপ দেওয়া হয়। এরপর কার্তিক মান্নার থেকে কয়েক দফায় রেজিষ্ট্রেশন ফি-এর নামে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় এই প্রতারকরা। পরে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
advertisement
advertisement
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কার্তিক মান্না কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে। এদিন রাতে উত্তর ২৪ পরগনার ঘোলা থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। কাকদ্বীপে এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, 'এর পেছনে বড়সড় প্রতারণাচক্র কাজ করছে। আমরা এদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালাচ্ছি।'
advertisement
বিশ্বজিৎ হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 5:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র! মধ্যমগ্রাম থেকে প্রতারিত কাকদ্বীপের বাসিন্দা