মথুরাপুর: রোমহর্ষক অভিযানে ভিনরাজ্য থেকে এক নাবালিকাকে উদ্ধার করল মথুরাপুর থানার পুলিশ। এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ৩৬৩ আইপিসি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। চলতি মাসেই মথুরাপুর থানায় একটি অভিযোগ লিপিবদ্ধ হয়। সেখানে একটি নাবালিকা হারিয়ে যাওয়ার কথা জানায় তার পরিবারের লোকজন। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মথুরাপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ বাবার নিথর দেহ বাড়ি ফিরল, স্বপ্ন পূরণে অবিচল মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে
এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।আন্তরাজ্য পুলিশ সমন্বয় ও মথুরাপুর থানার পুলিশ আধিকারিক ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ আধিকারিকদের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টায় এই কাজ সহজ হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া অপহৃতা নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় খুশি নাবালিকার পরিবারের লোকজন।নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kidnapping, Mathurapur, Police, Sundarban