South 24 Parganas News: সোনার প্রতিমা বিক্রির নামে বড় প্রতারণা! ফিল্মি কায়দায় মূল চক্রীকে গ্রেফতার পুলিশের

Last Updated:

South 24 Parganas News: ২০২১ সালের আগে এই ধরনের প্রতারণা চক্রের বাড়বাড়ন্ত দেখা দিয়েছিল এই এলাকায়। তখন পুলিশ অভিযান চালিয়ে এই চক্রে জড়িত থাকায় মোট ২৮ জনকে গ্রেফতার করে।

ধৃতকে আনা হল কুলতলি থানায়
ধৃতকে আনা হল কুলতলি থানায়
কুলতলি: সোশ্য়াল মিডিয়ায় প্রলোভন দেখিয়ে সোনার ঠাকুরের মূর্তি বিক্রি করার প্রতারণা চক্রের হদিস কুলতুলিতে। নাটকীয় কায়দায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এই চক্রের মুল পান্ডা। শাগরেদরা পালিয়ে গেলেও তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সুন্দরবন অঞ্চলের বাসিন্দারা অধিকাংশই মৎস্যজীবী। মাছ ধরার কারণে তাঁদের মাঝে মধ্যেই বাঘের হামলার মুখে পড়তে হয়। সেই হামলা থেকে বাঁচতে ঠাকুরকে প্রতিনিয়ত স্মরণ করেন। তাঁদের সেই বিশ্বাসকে পুঁজি করেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক তৈরি করে তাঁদের সোনার ঠাকুর বিক্রি করার প্রলোভন দেখানো হত। তাঁদের বিশ্বাস অর্জন করার জন্য ঠাকুরের হাত দেওয়া হত যা ছিল সোনার। সেই হাত নিয়ে সোনার দোকানে গিয়ে পরীক্ষা করালে তাঁদের আরও বিশ্বাস জন্মাত। সেই সুযোগ নিয়েই মোটা টাকায় সোনার ঠাকুর বিক্রির প্রলোভন দেওয়া হত। বিশ্বাস জন্মে যাওয়ায় নিজের সর্বস্ব দিয়ে অনেকেই এই ঠাকুর কিনতে রাজি হতেন। তারপর নির্দিষ্ট জায়গায় যখন তাঁরা প্রতিমা নেওয়ার জন্য হাজির হতেন, তখন তাঁদের সর্বস্ব লুঠ করে পালিয়ে যেত দুষ্কৃতীরা।
advertisement
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ২০২১ সালের আগে এই ধরনের প্রতারণা চক্রের বাড়বাড়ন্ত দেখা দিয়েছিল এই এলাকায়। তখন পুলিশ অভিযান চালিয়ে এই চক্রে জড়িত থাকায় মোট ২৮ জনকে গ্রেফতার করে। তারপর এই প্রতারণা চক্র কিছুদিন বন্ধ থাকলেও সম্প্রতি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। অনেকেই প্রতারিত হচ্ছেন।
advertisement
advertisement
এই বিষয়ে কুলতুলি থানায় একাধিক অভিযোগও দায়ের হয়েছে। এই প্রতারণা চক্রকে ধরতে কুলতুলি থানার আইসি অর্ধেন্দু শেখর দে সরকারের নেতৃত্বে একটি ফাঁদ তৈরি করা হয়। খরিদ্দার সেজে ঠাকুর কেনার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব অনুযায়ী বুধবার দুপুরে জামতলা মোড়ে দেখা করার সময় স্থির হয়। আগে থেকেই সিভিল পোশাকে মোতায়েন ছিল পুলিশ। হঠাৎ করেই জায়গা পরিবর্তন করা হয়। জালাবেড়িয়া মোড়ে দেখা করার কথা বলা হয়। গ্রাহক জালাবেড়িয়া বাজারে পৌঁছলেই পুলিশও পৌঁছে যায়। বিষয়টি বুঝতে পেরে পালানোর ছক করে দুষ্কৃতীরা।
advertisement
বাইকে ধাওয়া করে কুলতুলি থানার পিসি ইনচার্জ এক অভিযুক্তকে ধরে ফেলে। তালিমুল এই চক্রের মুল পান্ডা বলে জানা গিয়েছে। তার কাছ থেকে একটি ওয়ান সাটার, লাইভ কার্তুজ, একটি বাইক ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
advertisement
বারুইপুর পুলিশ জেলার এসডিপিও অতীশ বিশ্বাস জানান, এই ঘটনায় একটি বড় চক্র রয়েছে। তারা ঘটনার তদন্ত করছেন। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। এলাকায় এই প্রতারণা চক্র ফের সক্রিয় হওয়ায় পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন কুলতুলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল।
এসডিপিও জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে ।তালিমুল সরদারকে পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তার খোঁজ চালানো হচ্ছে।
advertisement
অর্পণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সোনার প্রতিমা বিক্রির নামে বড় প্রতারণা! ফিল্মি কায়দায় মূল চক্রীকে গ্রেফতার পুলিশের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement