PM Narendra Modi Birthday|| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন, রায়দিঘীতে কেক কেটে পালন করল মৎস‍্যজীবীরা

Last Updated:

রায়দিঘীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস পালন করলেন মৎস‍্যজীবীরা। এই উপলক্ষ্যে আগামী এক সপ্তাহ জুড়ে বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকবেন মৎস‍্যজীবীরা।

+
title=

#রায়দিঘী: শনিবার সমগ্র দেশজুড়ে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিবস পালনের অনুষ্ঠান। পিছিয়ে নেই সুন্দরবনের প্রত‍্যন্ত অঞ্চল দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘীও। নদীবেষ্টিত এই এলাকার মানুষজনের মূল জীবিকা মাছধরা। শনিবার তারাই পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিবস পালনের অনুষ্ঠান। কেক কেটে এবং মিষ্টি বিতরণ করে এই দিনটি পালন করলেন তাঁরা। মূলত বিজেপির মৎস‍্যজীবী সেলের পক্ষ থেকে এই উপলক্ষ্যে রায়দিঘীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিবস পালন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে শতাধিক মৎস‍্যজীবী ও বিজেপি কর্মী অংশগ্রহণ করেন। শনিবার সকাল থেকে বিশ্বকর্মা পুজায় অংশগ্রহণ করেছিলেন তাঁরা। এরপর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন ঃ ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া লক্ষ্য, মোদির জন্মদিনে সেবা পক্ষ-সহ একগুচ্ছ কর্মসূচি বিজেপির
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মৎস‍্যজীবী সেলের কো কনভেনার পলাশ রানা। কেক কেটে এবং প্রদীপ প্রজ্বোলন করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিবস পালন অনুষ্ঠানের সূচনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানের মঞ্চ থেকে সেবা সপ্তাহ পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী এক সপ্তাহ জুড়ে রায়দিঘীর বিভিন্ন এলাকায় মৎস‍্যজীবীরা সেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবেন বলে সংকল্প নিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন ঃ VHP-র সঙ্গে মতানৈক্য থেকে রাজনীতি ত্যাগ! জন্মদিনে জানুন মোদির ১০ অজানা তথ্য
অনুষ্ঠানে মৎস‍্যজীবীদের বিভিন্ন সমস‍্যা ও তার সমাধান নিয়ে আলোচনাও করা হয়। এই অনুষ্ঠান নিয়ে বিজেপির মৎস‍্যজীবী সেলের কো-কনভেনার পলাশ রানা জানান, প্রবল উৎসাহ উদ্দীপনায় এই দিনটি আজ তারা পালন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনা করেছেন মৎস‍্যজীবীরা। আগামীদিনে মৎস‍্যজীবীদের একাধিক সমস‍্যা নিয়ে আন্দোলনে নামতে চলেছে বিজেপির মৎস‍্যজীবী সেল, সে কথাও জানান তিনি।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
PM Narendra Modi Birthday|| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন, রায়দিঘীতে কেক কেটে পালন করল মৎস‍্যজীবীরা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement