Panchayat Election Result: দলের নির্দেশকে বুড়ো আঙুল, নির্দল প্রার্থীকে সঙ্গে নিয়েই বিজয় মিছিল তৃণমূলের

Last Updated:

Panchayat Election Result: দলের টিকিট না পেয়ে যারা নির্দল হিসেবে দলের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যারা তাঁদের বিরুদ্ধে বারে বারে কড়া অবস্থানের কথা জানিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

দলের নির্দেশকে বুড়ো আঙুল, নির্দল প্রার্থীকে সঙ্গে নিয়েই বিজয় মিছিল তৃণমূলের
দলের নির্দেশকে বুড়ো আঙুল, নির্দল প্রার্থীকে সঙ্গে নিয়েই বিজয় মিছিল তৃণমূলের
গোসাবাঃ দলের টিকিট না পেয়ে যারা নির্দল হিসেবে দলের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যারা তাঁদের বিরুদ্ধে বারে বারে কড়া অবস্থানের কথা জানিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার এ বিষয়ে বলেছেন দলের প্রতীকে যে সব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁদেরকে জেতাতেই হবে। নির্দলদের কোন ভাবেই দলে নেওয়া যাবে না যারা দলের প্রার্থীর বিরুদ্ধে ভোটে লড়াই করবেন। অন্যদলের প্রার্থীকে তৃণমূল দলে নিলেও এইসব নির্দলদের দলে নেবে না। তবে, উঁচুতলার সেই নির্দেশ যে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে পৌঁছয়নি তা প্রমাণিত হল। এখানে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয় পাওয়া নির্দল প্রার্থীকে সঙ্গে নিয়েই বিজয় মিছিল করলেন দলের নেতারা।
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের আমতলী গ্রাম পঞ্চায়েতের জয়ী নির্দল প্রার্থীদের নিয়ে আমতলীতে কখনো পায়ে হেঁটে আবার কখনো নির্দল প্রার্থীর প্রতীক ট্রাক্টরে চেপে বিজয় মিছিল করলেন আমতলী অঞ্চল তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা। এবারের পঞ্চায়েত নির্বাচনে আমতলী গ্রাম পঞ্চায়েতের মোট গ্রাম সভার আসন ছিল ১৫ টি ও পঞ্চায়েত সমিতির তিনটি আসনের মধ্যে তৃণমূলের দলীয় প্রতীককে তৃণমূল কংগ্রেস গ্রামসভায় ৮ টি আসনে জয় লাভ করে। বাকি ৭ টি আসনে নির্দল প্রার্থীরা জয় লাভ করেন।
advertisement
advertisement
এবারের পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট ভাগাভাগি করে গোসাবার বিধায়ক সুব্রত মন্ডলের অনুগামীরা গ্রাম সভায় ৭টি আসনে তৃণমূলের প্রতীকে প্রার্থী দাঁড় করায় ও একটি প:স: আসনে দলীয় প্রার্থীকে দাঁড় করায়। অপরদিকে আমতলী গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন মন্ডল দলীয় টিকিটে গ্রাম সভায় ৮ টি আসনে প্রার্থী দাঁড় করান ও দুইটি পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু প্রধান ও বিধায়কের অনুগামীরা একে অপরের বিরুদ্ধে গোঁজ প্রার্থী দাঁড় করান সব কয়টি আসনেই। তারমধ্যে বিধায়কের অনুগামীরা তিনটি আসনে বিজেপি কে সমর্থন করে। ফল ঘোষণার পর পঞ্চায়েত প্রধানের অনুকূলে ৬ টি তৃণমূল প্রার্থী ও তিনটি নির্দল প্রার্থী জয় লাভ করে। অপরদিকে বিধায়কের অনুকূলে ৪ টি দলীয় প্রার্থী ও ২টি নির্দল প্রার্থী জয়লাভ করে। ফলে পাল্লা ভারি প্রধান রঞ্জন মণ্ডলেরই।
advertisement
আর এই ঘটনায় গোসাবার আমতলীতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আরও একবার প্রকাশ্যে চলে এল। বিধায়ক ও তাঁর অনুগামীদের হারিয়ে জয় পেয়েছেন রঞ্জন। আর সেই কারণে তাঁর অনুগামী সমস্ত জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় উৎসব পালন করলেন তিনি। সেখানে একদিকে যেমন ছিলেন তৃণমূলের প্রার্থী, তেমনি ছিলেন নির্দলের প্রতীকে জয়ী প্রার্থীরাও।
অনুপ বিশ্বাস
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election Result: দলের নির্দেশকে বুড়ো আঙুল, নির্দল প্রার্থীকে সঙ্গে নিয়েই বিজয় মিছিল তৃণমূলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement