Panchayat Election 2023: এই গ্রামে জিততে পারেনি TMC! তার জের সহ্য করতে হচ্ছে গ্রামবাসীকে! জানলে আতঙ্ক হবে

Last Updated:

Panchayat Election 2023: শাসকদলকে না জেতানোর ফল। ভয়াবহ পরিস্থিতিতে গোটা গ্রামের মানুষ!

মথুরাপুর: হিসাব মতো ভোট না পাওয়ায় মথুরাপুরে পানীয় জলের কল ভাঙল দুষ্কৃতীরা। গ্রামের একটি টিউবওয়েলের পাশাপাশি দুটি সাবমার্সালের ট্যাঙ্ক ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদিয়াল গ্রামে। কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতটি তৃণমূলের হাতছাড়া হয়েছে। যদিও ৬০ নম্বর বুথ থেকে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদারের স্ত্রী। এরপরই টিউবওয়েল ও সাব মার্সাল ভাঙার অভিযোগ ওঠে।
এর ফলে নল বাহিত পানীয় জল না পেয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন ওই গ্রামের কয়েক হাজার বাসিন্দা। পানীয় জলের জন্য পাশের গ্রামে যেতে হচ্ছে বাসিন্দাদের। সেখানেও সিপিআইএম সহ বিরোধীদলের কর্মী সমর্থকরা যাতে জল নিতে না পারে তার জন্য টিউবওয়েল গুলিকে তৃণমূল আর তৃণমূলের লোকজনেরা ঘিরে রেখেছে বলে অভিযোগ।
advertisement
advertisement
আরও পড়ুন:
এছাড়াও সিপিআইএম-সহ বিরোধীদলের ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি ওই হ্যান্ডটিউবওয়েল ও সব মার্শালের ট্যাঙ্কগুলো আগে থেকেই অকেজো ছিল। নতুন করে কিছুই হয়নি বলে দাবি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: এই গ্রামে জিততে পারেনি TMC! তার জের সহ্য করতে হচ্ছে গ্রামবাসীকে! জানলে আতঙ্ক হবে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement