Freedom fighter Charuchandra Bhandari : স্বাধীনতা সংগ্রামী চারুচন্দ্র ভান্ডারির প্রয়াণ দিবসে উঠল খাদি মন্দির সংস্কারের দাবি

Last Updated:

ডায়মন্ডহারবারের ভূমিপুত্র স্বাধীনতা সংগ্রামী চারুচন্দ্র ভান্ডারি। তিনি ডায়মন্ডহারবারে প্রতিষ্ঠা করেছিলেন খাদি মন্দির। বর্তমানে সেই খাদি মন্দির রয়েছে বেহাল অবস্থায়।

+
title=

ডায়মন্ডহারবার: ডায়মন্ড হারবারের ভূমিপুত্র স্বাধীনতা সংগ্রামী চারুচন্দ্র ভান্ডারি। তিনি ডায়মন্ড হারবারে প্রতিষ্ঠা করেছিলেন খাদি মন্দির। বর্তমানে সেই খাদি মন্দির সংস্কারের অভাবে রয়েছে বেহাল অবস্থায়। সেজন‍্য তাঁর প্রয়াণ দিবসে খাদি মন্দির সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা।
১৮৯৬ সালের ১৯ শে অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন তিনি। নিজের সারাটা জীবন দেশের জন‍্য অতিবাহিত করার পর ১৯৮৫ সালের ২৪ শে জুন তিনি পরলোক গমন করেন। তাঁর স্মৃতিতে ডায়মন্ড হারবারে রয়েছে চারুচন্দ্র ভান্ডারী সরনী।
advertisement
advertisement
তাঁর প্রতিষ্ঠা করা স্বরাজ ভবন এখনও রয়েছে ডায়মন্ড হারবারের নুনগোলায়। এক সময় খাদি মন্দির সুন্দরবনের গ্রামীন এলাকার অর্থনীতির ভিত্তি হয়ে উঠেছিল। সেখানে তৈরি হত চরকায় কাটা সুতোর বস্ত্র। বর্তমানে সেই চারুচন্দ্র ভান্ডারীর তৈরি সেই খাদি মন্দির আজ আগাছায় ঢেকে গিয়েছে।
তাছাড়াও তিনি যে বাড়িটিতে থাকতেন সেই বাড়িটিরও বেহাল দশা। যেন তেন প্রকারে দাঁড়িয়ে আছে সেটি। সেজন‍্য খাদি মন্দিরের সংস্কারের আর্জি জানিয়েছেন চারুচন্দ্র ভান্ডারী স্মৃতিরক্ষা কমিটি। দেশ স্বাধীন হওয়ার পর বাংলায় প্রফুল্লচন্দ্র ঘোষের মন্ত্রিসভায় চারুচন্দ্র ভান্ডারী প্রথম খাদ্যমন্ত্রী হন।
advertisement
স্থানীয়দের অভিযোগ, তাঁর মৃত্যুর পর সংস্কারের অভাবে খাদি মন্দির পুরোপুরি নষ্ট হওয়ার পথে। এ নিয়ে চারুচন্দ্র ভান্ডারী স্মৃতিরক্ষা কমিটির সহ-সম্পাদক সিদ্ধানন্দ পুরকাইত বলেন, চারুবাবু দেশের গৌরব। তাঁর স্মৃতিবিজড়িত খাদি মন্দির আজ ধ্বংসের পথে। আমারা চেষ্টা করছি সেটাকে রক্ষণাবেক্ষণ করার।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Freedom fighter Charuchandra Bhandari : স্বাধীনতা সংগ্রামী চারুচন্দ্র ভান্ডারির প্রয়াণ দিবসে উঠল খাদি মন্দির সংস্কারের দাবি
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement