South 24 Parganas News: বেপরোয়া গতির শিকার বৃদ্ধা
- Published by:Ananya Chakraborty
- Reported by:BISWAJIT HALDER
Last Updated:
মন্দিরতলা কুন্তলা বাস স্টপেজের কাছে দাঁড়িয়ে ছিলেন পূর্ণিমা পাত্র। সেই সময় সাগরের দিক থেকে কচুবেড়িয়াগামী একটি ছোট ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে তাঁকে ধাক্কা মেরে চলে যায়
দক্ষিণ ২৪ পরগনা: গাড়ির বেপরোয়া গতির শিকার হলেন এক বৃদ্ধা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে সাগরের মন্দিরতলায় কুন্তলা বাস স্টপেজের কাছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় পূর্ণিমা পাত্রের (৮২)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে সাগরের মুড়িগঙ্গা-২ পঞ্চায়েতের মন্দিরতলা কুন্তলা বাস স্টপেজের কাছে দাঁড়িয়ে ছিলেন পূর্ণিমা পাত্র। সেই সময় সাগরের দিক থেকে কচুবেড়িয়াগামী একটি ছোট ট্রাক বেপরোয়া গতিতে ছুটে আসে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ণিমা পাত্রকে ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার।
advertisement
advertisement
এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়। এদিকে পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে। তবে ওই গাড়ির চালককে পাওয়া যায়নি। সন্ধে পর্যন্ত সে পলাতক। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পুলিশের উপযুক্ত নজরদারির অভাবে বেপরোয়া গাড়ি চলাচল বেড়েই চলেছে। আর তার ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।
advertisement
বিশ্বজিৎ হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 7:27 PM IST