South 24 Parganas News: গঙ্গাসাগরে সমুদ্রতট বাঁচাতে শুরু হল নতুন পরিকল্পনা
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
গঙ্গাসাগরের সমুদ্রতট বাঁচাতে শুরু হয়েছিল টেট্রাপড ফেলার কাজ। কিন্তু তাতে কোন কাজ না হওয়ায় সেচ দফতরের কর্মকর্তারা গ্রহণ করছেন নতুন পরিকল্পনা
গঙ্গাসাগর: গঙ্গাসাগরে সমুদ্রতট বাঁচাতে শুরু হল নতুন পরিকল্পনা। গতবছরে সমুদ্রতট বাঁচাতে শুরু হয়েছিল টেট্রাপড ফেলার কাজ। কিন্তু বছর ঘুরতেই দেখা গিয়েছে তটের ক্ষয় এখনও চলছে। ফলে সেচ দফতরের কর্মকর্তারা নতুন পরিকল্পনা গ্রহণ করছেন। গত কয়েক বছর ধরে প্রাকৃতিক বিপর্যয়ের কারনে গঙ্গাসাগরের সমুদ্রতট প্রতিনিয়ত ভাঙছিল। প্রতিবছর ক্রমে ছোট হয়ে আসছিল গঙ্গাসাগর সাগরতট। সমুদ্রতটের এই ভাঙন বিপজ্জনক হওয়ায় কপিলমুনি আশ্রমও বিপদের মুখে পড়েছিল।
গঙ্গাসাগর মেলার আগে থেকে এই ভাঙন ঠেকাতে উদ্যোগী হয় প্রশাসন। প্রাথমিকভাবে ঠিক হয় গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের ২ নং ঘাটের কাছে বসানো হবে এই টেট্রাপড। এরপরও দেখা গিয়েছে ভাঙন চলছে।
এবার আরও বড় আকারে ভাঙন রোধের কাজ শুরু করতে চলেছে প্রশাসন।
advertisement
আরও পড়ুন ঃ রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে আর ফেরা হল না ব্যক্তির! ভয়ঙ্কর কাণ্ড ডায়মন্ডহারবারে
মূলত সাগরের ২ নম্বর স্নানঘাটের দু’দিকে এই কাজ করা হবে। কারণ সারা বছর এই স্নানঘাটে বেশী ভিড় থাকে। আপাতত ২ নং ঘাটের দুদিকে মোট ৪৫০ মিটার এই টেট্রাপড ফেলা হয়। তবে সেসব এখন অতীত। ভরা বর্ষায় তটের ভাঙন চলছে।
advertisement
সেচ দফতরের কর্মকর্তারা এই ভাঙন রুখতে এলাকা পরিদর্শন করেন। নতুন করে জিও চটের ব্যবহার করে ভাঙন রোখার চেষ্টা করা হচ্ছে। পরে আবার নতুন করে ভাঙন রোধ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 1:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: গঙ্গাসাগরে সমুদ্রতট বাঁচাতে শুরু হল নতুন পরিকল্পনা