কলকাতা থেকে অল্প দূরেই দুধ সাদা পাথরের অপরূপ মন্দির. চাঁদের আলোয় দর্শন, দেখছেন বহু মানুষ

Last Updated:

শ্বেতশুভ্র পাথরের অপরূপ মন্দির দর্শন করতে ঘুরে আসুন কাশীনগরে। মন্দিরের মনোরম পরিবেশ মুগ্ধ করবে আপনাকেও। শুধুমাত্র মন্দির নয় মন্দিরের আশেপাশের মনোরম পরিবেশ আপনাকে নিয়ে যাবে অন্য জগতে। 

+
মন্দির

মন্দির চত্বরের দৃশ্য 

মথুরাপুর: শ্বেতশুভ্র পাথরের অপরূপ মন্দির দর্শন করতে ঘুরে আসুন কাশীনগরে। মন্দিরের মনোরম পরিবেশ মুগ্ধ করবে আপনাকেও। শুধুমাত্র মন্দির নয় মন্দিরের আশেপাশের মনোরম পরিবেশ আপনাকে নিয়ে যাবে অন্য জগতে। কলকাতার অদূরেই এই মন্দির তৈরি হয়েছে৷
সাম্প্রতিক সময়ে নির্মিত এই মন্দিরটি পর্যটকদের কাছে ধীরে ধীরে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। মন্দিরের কারুকার্য এবং শিল্পশৈলীতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। চাঁদনি রাতে এই মন্দিরের মায়াবি পরিবেশ সকলকে কাছে টানে।
advertisement
কথিত আছে এখানেই ভাব সমাধিতে সমাধিস্থ হয়েছিলেন শ্রী শ্রী অনুকূল ঠাকুর। তিনি একসময় এই এলাকায় এসেছিলেন। তখন তাঁকে ঘিরে ছিল তাঁর ভক্তরা। যে যায়গাটিতে তিনি অবস্থান করছিলেন সেখানেই গড়ে উঠেছে তাঁর ভাব সমাধির স্থান।
advertisement
তারপাশেই নির্মিত হয়েছে বিশাল মন্দির। এই মন্দিরটিই এখন পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বছরের একটি নির্দিষ্ট দিনে লক্ষ লক্ষ পূণ্যার্থী এখানে আসেন। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন এখানে। আপনি চাইলেই আসতে পারেন এই মন্দিরে। তবে এখানে ছবি তোলার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে।
advertisement
এই মন্দিরটি আদিগঙ্গার পাড়ে অবস্থিত। এই আদিগঙ্গার পাড়ে শুধুমাত্র অনুকূল ঠাকুর নয়, এসেছিলেন আরও অনেক মুনি, ঋষি। সেকারণে এই স্থান পবিত্র একটি স্থান। আপনি চাইলে একদিনের জন্য আসতেই পারেন এই স্থানে‌।
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
কলকাতা থেকে অল্প দূরেই দুধ সাদা পাথরের অপরূপ মন্দির. চাঁদের আলোয় দর্শন, দেখছেন বহু মানুষ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement