South 24 Parganas News : উস্থিতে আবাস যোজনার তালিকায় পঞ্চায়েত সদস্য ও তার ৩ ছেলের নাম, চাঞ্চল্য এলাকায়
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
এবার উস্থিতে আবাস যোজনার তালিকায় নাম আসল পঞ্চায়েত সদস্য ও তার ৩ ছেলের নাম। দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট ১ নম্বর ব্লকের অন্তর্গত উস্থির এই ঘটনায় আলোড়ন ছড়িয়েছে এলাকায়।
#উস্থি: এবার উস্থিতে আবাস যোজনার তালিকায় পঞ্চায়েত সদস্য ও তাঁর ৩ ছেলের নাম আসায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় দুর্নীতি ও শাসক দলের নেতাদের স্বজন পোষণের অভিযোগ তুলে সরগরম রাজ্য রাজনীতি। ঠিক সেসময় দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট ১ নম্বর ব্লকের অন্তর্গত উস্থির এই ঘটনায় আলোড়ন ছড়িয়েছে এলাকায়।
স্থানীয়দের অভিযোগ সমীক্ষার পর এবার আবাস যোজনা প্রকল্পের তালিকা থেকে যোগ্য প্রাপকদের নাম বাদ দেওয়ার হয়েছে। প্রকল্পের সমীক্ষা শেষ হওয়ার পর পঞ্চায়েতে উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়। অভিযোগ, সেই তালিকায় একসঙ্গে শাসকদলের প্রাক্তন উপপ্রধান তথা পঞ্চায়েত সদস্য আজিজেল মোল্লা ও তার তিন ছেলে জহিরুদ্দিন মোল্লা, সালাউদ্দিন মোল্লা ও সাদ্দাম মোল্লার নাম রয়েছে।
advertisement
আরও পড়ুন: নজিরবিহীন! সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস আটকাতে মাধ্যমিক নিয়ে বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের
advertisement
আরও পড়ুন: ক্লাসে ব্ল্যাকবোর্ডের জায়গা নিয়েছে স্মার্ট কম্পিউটার, জেলার মধ্যে প্রথম স্মার্ট সরকারি স্কুল
অথচ সেই তালিকায় গ্রামের গ্রামের গরীব মানুষদের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। তালিকা থেকে নাম কেটে যাওয়া গ্রামবাসীদের অভিযোগ, সমীক্ষা করার আগে পর্যন্ত তাদের আবাস যোজনা তালিকায় নাম ছিল। পরে নতুন তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়। অথচ পঞ্চায়েত সদস্য ও তার তিন ছেলের নাম ঘর পাওয়ার তালিকায় রয়েছে।
advertisement
তাঁদের আরও বক্তব্য, তাঁদের প্রত্যেকের কাঁচা বাড়ি রয়েছে। ফলে তাঁরা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য। তা সত্ত্বেও কেন তাঁদের এই তালিকা থেকে বাদ দেওয়া হল? এ নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। তবে পঞ্চায়েত সদস্য আজিজেল মোল্লা অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়ে জানান, তাদের সকলের মাটির বাড়ি। তরাও গরীব মানুষ। তাঁরাও ঘর পাওয়ার যোগ্য। সেজন্যই তাদের নাম এসেছে।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Magrahat,South Twenty Four Parganas,West Bengal
First Published :
January 07, 2023 6:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : উস্থিতে আবাস যোজনার তালিকায় পঞ্চায়েত সদস্য ও তার ৩ ছেলের নাম, চাঞ্চল্য এলাকায়