South 24 Parganas News: একটু একটু করে এলাকা গ্রাস করছে সমুদ্র! মৌসুনির বেহাল নদীবাঁধ সংস্কারের দাবি এলাকাবাসীর

Last Updated:

বঙ্গোপসাগর ও চিনাই নদীর ঢেউয়ের জোড়া ফলায় এখানে ঢেউয়ের উচ্চতা থাকে অনেকটাই। ভরা বর্ষায় ঢেউ বাঁধ টপকে চলে আসে গ্রামে। বাঁধ উঁচু করলে তবেই সমস্যার হাত থেকে রেহাই মিলবে গ্রামবাসীদের।

+
একটু

একটু একটু করে এলাকা গ্রাস করছে সমুদ্র! মৌসুনির বেহাল নদীবাঁধ সংস্কারের দাবি এলাকাবাসীর

নামখানা: মৌসুনি যার নাম বললে চোখের সামনে ভেসে ওঠে একটি সুন্দর পর্যটন কেন্দ্রের কথা। কিন্তু সেই সুন্দর পর্যটন কেন্দ্র ছাড়া সমগ্র মৌসুনি দ্বীপের মানুষজন তারা কি আদৌ সুন্দর আছে? উত্তরটা হয়ত না। বেশ কয়েক বছর ধরে সংস্কার হচ্ছেনা নদী বাঁধগুলির। ফলে সমস্যায় পড়েছেন স্থানীয়রা।বঙ্গোপসাগর ও চিনাই নদীর ঢেউয়ের জোড়া ফলায় এখানে ঢেউয়ের উচ্চতা থাকে অনেকটাই। ভরা বর্ষায় ঢেউ বাঁধ টপকে চলে আসে গ্রামে। বাঁধ উঁচু করলে তবেই সমস্যার হাত থেকে রেহাই মিলবে গ্রামবাসীদের।
প্রতিবছর এই বাঁধ উঁচু না করার ফলে সমুদ্রগর্ভে একটু একটু করে বিলীন হয়ে যাচ্ছে এই এলাকা। মানুষজন ক্রমশ পিছিয়ে আসছেন। সূত্রের খবর ১০০ দিনের কাজের টাকায় প্রতিবছর বর্ষা আসার আগে নদীবাঁধে মাটি ফেলা হয়। কিন্তু সেই টাকা না আসায় বর্ষাকাল পড়ে গেলেও নতুন করে কাজ শুরু হয়নি। ফলে নদীবাঁধ দুর্বল অবস্থায় রয়েছে।
advertisement
advertisement
এবছর বাঁধ যাতে না ভাঙে সেজন্য বাঁধে ব্যবহার করা হয়েছে জিও চট। এই জিও চট বাঁধের ভূমিক্ষয় রোধ করবে। তবে বাঁধের উচ্চতা না বাড়ানোয় জল যথারীতি গ্রামে প্রবেশ করছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যে কোটালের জলস্ফীতি হলেও বাঁধ ভাঙতে পারে। সেক্ষেত্রে ভাসবে একাধিক চাষযোগ্য জমি। এখন দেখার এবছর আদৌ বাঁধ সংস্কার হয় কিনা।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: একটু একটু করে এলাকা গ্রাস করছে সমুদ্র! মৌসুনির বেহাল নদীবাঁধ সংস্কারের দাবি এলাকাবাসীর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement