South 24Parganas News: প্রায় ৩৫০ বছরের পুরনো জয়নগর মিত্র বাড়ির দুর্গাপুজো, জড়িয়ে রয়েছে এক কাকতালীয় কাহিনি

Last Updated:

জমিদারি প্রথা না থাকলেও অতীতের নিয়ম মেনে প্রতিবছর পুজো হয় এখানে । জমিদারি জৌলুস কিছুটা কমলেও পুজোর আচার-আচরণে এতটুকুও খামতি রাখেন না জমিদার বাড়ির সদস্যরা।

+
মিত্র

মিত্র বাড়িতে চলছে প্রতিমা গড়ার কাজ

#জয়নগর: ১১৩৬ সাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মিত্র জমিদার বাড়িতে চলে আসছে দুর্গাপুজো ৷ কালের নিয়ম জমিদারি প্রথা না থাকলেও অতীতের নিয়ম মেনে প্রতিবছর পুজো হয় এখানে। জমিদারি জৌলুস কিছুটা কমলেও পুজোর আচার-আচরণে এতটুকুও খামতি রাখেন না জমিদার বাড়ির সদস্যরা।এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে একটি কাকতালীয় ঘটনা ৷ শোনা যায়, বাড়ির একটি কাঁঠাল গাছে এই পুজোর সময় কাঁঠাল ফলবেই ৷ সেই কাঁঠাল পুজোর নৈবেদ্য হিসাবে মা দুর্গাকে নিবেদন করা হয়।
জমিদার বাড়ির বিশাল ঠাকুর দালানে জন্মাষ্টমীতে কাঠামো পুজোর দু‘দিন পর থেকেই মূর্তি তৈরির কাজ শুরু হয়ে যায় ৷ জমিদার বাড়ির সদস্য শুভেন্দু মিত্র জানান, আনুমানিক ৩০০-৩৫০ বছর পুরনো এই পুজোয় মৃৎশিল্পী থেকে পুরোহিত সকলেই বংশপরম্পরায় এই পুজো করে আসছেন ৷ অতীতে দেড় মণ চালের নৈবেদ্য সমর্পণ করা হলেও বর্তমানে এক মণ চালের নৈবেদ্য দেওয়া হয় ৷ মহালয়ার পরের দিন থেকেই পুজো শুরু করা হলেও এখন ষষ্ঠী থেকেই মূলত পুজো শুরু হয় ৷  জৌলুস কমলেও আচার-আচরণে খামতি না রেখে নিয়ম মেনেই এখনও চলছে মিত্রবাড়ির পুজো।
advertisement
আরও পড়ুন: বাড়ির ভিতরে পড়ে পাঁচ-পাঁচজন অজ্ঞান মানুষ, খেজুরিতে মারাত্মক ঘটনা! ঘনাচ্ছে রহস্য
দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, মথুরাপুর ইত্যাদি এলাকা জুড়ে জমিদারি প্রভাব ও আধিপত্য বিস্তার করেছিল মিত্ররা। অতীতে পুজোর সময় এই জমিদার বাড়িতেই প্রজারা পুজোর যাবতীয় জিনিসপত্র পাঠাতেন ৷ কিন্তু কালের নিয়মে জমিদারি প্রথার অবসান ঘটেছে। অতীতে সাতটি ছাগল ও মোষ বলির প্রথার প্রচলন থাকলেও এখনদু‘টি করে ছাগল বলি হয় । বাড়ির চৌহদ্দির মধ্যেই রয়েছে বিশাল পুকুর ৷ কলাবউ স্নান থেকে শুরু করে প্রতিমা বিসর্জন, সব এই পুকুরেই হয়৷
advertisement
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: প্রায় ৩৫০ বছরের পুরনো জয়নগর মিত্র বাড়ির দুর্গাপুজো, জড়িয়ে রয়েছে এক কাকতালীয় কাহিনি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement