South 24 Parganas News : সাধারন মানুষের আগ্রহ বাড়াতে ডায়মন্ডহারবারে শুরু হল মিলেট মেলা

Last Updated:

জোয়ার, বাজরা ও রাগি সহ কয়েকটি ক্ষুদ্র দানাশস‍্যকে মিলেট বলে। মিলেট নিয়ে সাধারণ মানুষজনের আগ্রহ বাড়াতে ডায়মন্ডহারবারে শুরু হল মিলেট মেলা।

+
চলছে

চলছে মিলেট মেলা

ডায়মন্ডহারবার: মিলেট নিয়ে সাধারণ মানুষজনের আগ্রহ বাড়াতে ডায়মন্ডহারবারে শুরু হল মিলেট মেলা। জোয়ার, বাজরা ও রাগি সহ কয়েকটি ক্ষুদ্র দানাশস‍্যকে একত্রে মিলেট বলে। এই খাদ‍্যশস‍্যের গুণাগুণ সাধারণ মানুষজনের কাছে তুলে ধরতে এই মিলেট মেলার আয়োজন করা হয়েছিল। মিলেট প্রোটিন, ফাইবার ও আ্যন্টি অক্সিডেন্টের ভান্ডার। ডায়াবেটিসে আক্রান্ত রুগিরাও এই মিলেটকে খাদ‍্য হিসাবে গ্রহণ করলে ভালো ফল মেলে।
তবে পশ্চিমবঙ্গে সাধারণত মিলেট চাষ হয়না। এই মিলেটের বিভিন্ন গুণ সম্বন্ধে সচেতন করার পর পশ্চিমবঙ্গের কৃষকদের এই চাষ সম্বন্ধে অবহিত করা হবে। ডায়মন্ডহারবারের মশাটে এই মিলেট মেলায় এই মিলেট প্রদর্শন করা হয়েছে। যা দেখতে সেখানে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ডায়মন্ডহারবার নেহেরু যুব কেন্দ্রের উদ‍্যোগে এই মিলেট প্রদর্শনের আয়োজন করা হয়।
advertisement
advertisement
এ নিয়ে ডায়মন্ডহারবার নেহেরু যুব কেন্দ্রের ডিওয়াইসি অশোক সাহা জানান, ২০২৩ সালকে রাষ্ট্রসংঘের সাধারণ সভা আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসাবে ঘোষণা করেছে। তারই ফলশ্রুতি হিসাবে এই মিলেট নিয়ে লাগাতার প্রচার করা হচ্ছে।
advertisement
এই প্রচারে সাধরণ মানুষজনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ডায়মন্ডহারবারের মশাটে মিলেট মেলাতে উপস্থিত হয়েছিলেন প্রভাস মন্ডল। তিনি এই মিলেট চাষ করে উপকার পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। আগামীদিনে সমাজে মিলেটের ব‍্যবহার বাড়াতে তাঁরা বদ্ধপরিকর বলে তাঁরা জানিয়েছেন।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : সাধারন মানুষের আগ্রহ বাড়াতে ডায়মন্ডহারবারে শুরু হল মিলেট মেলা
Next Article
advertisement
Vikram Bhatt Arrest: ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
  • প্রতারণা মামলায় গ্রেফতার পরিচালক বিক্রম ভাট৷

  • ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ৷

  • শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক৷

VIEW MORE
advertisement
advertisement