মথুরাপুর: প্রাথমিক বিদ্যালয়, কিন্তু সেখানে সবকিছুই ডিজিটাল। ভাবতে অবাক লাগলেও এমনটাই হল সাতঘড়া প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে শিক্ষকদের উদ্যোগে তৈরি হল স্মার্ট ক্লাসরুম। যার ফলে খুশি ছাত্রছাত্রীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে প্রাথমিক বিদ্যালয়গুলির অবস্থা শোচনীয়, সেখানে সাতঘড়া প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগ নজর কেড়েছে সকলের। দীর্ঘদিন ধরে পরিকল্পনা চলছিল, কীভাবে ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করা যায়।
সেই লক্ষ্যেই ওই বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের উদ্যোগে বিদ্যালয়ে প্রজেক্টের নিয়ে আসেন। এরপর শুরু হয় অডিও-ভিসুয়্যাল টিচিং এইড দিয়ে শিক্ষা প্রদানের কাজ। ছাত্রছাত্রীরা বইয়ের পড়াগুলি ছবি আকারে দেখতে পেয়ে খুবই খুশি।
আরও পড়ুন: হাওড়া থেকে শুরু বন্দে ভারত এক্সপ্রেসের পরীক্ষামূলক যাত্রা, পরিষেবা চালু কবে?
এ নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত ঘোষ জানিয়েছেন, এই এলাকাটি একটি পিছিয়ে পড়া এলাকা, দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। সেজন্য সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সম্প্রতি স্কুলে এই প্রজেক্টেরটি আনা হয়েছে। তারপর থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ চোখে পড়ছে। এই এলাকায় এধরনের উদ্যোগ প্রথম। আগেই বিদ্যালয়ে কম্পিউটার আনা হয়েছিল, এবার এই প্রজেক্টরের কারণে শিক্ষায় একটি অন্য মাত্রা যোগ হয়েছে বলে জানিয়েছেন তিনি। এভাবে ছাত্র-ছাত্রীদের কাছে পড়ার বিষয়গুলি সহজ করে তোলায় খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।