South 24 Parganas News: নজরদারির ফাঁক দিয়ে দেদার ম্যানগ্রোভ নিধন

Last Updated:

নজরদারি কমিটির তৎপরতা কমতেই রায়দিঘিতে কেটে ফেলা হচ্ছে একের পর এক ম্যানগ্রোভ গাছ। গ্রামবাসীদের প্রতিরোধে বন্ধ হল গাছ কাটা

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: ফের নজরদারির ফাঁক এড়িয়ে ম্যানগ্রোভ গাছ কাটার অভিযোগ। এবার দমকলে ম্যানগ্রোভ কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করলেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, দমকল খেয়াঘাটের কাছে চলছে এই গাছ কাটার কাজ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই চিহ্ন। প্রায়শই এই কাজ করা হয় বলে গ্রামবাসীদের‌ অভিযোগ।
আগে ম্যানগ্রোভ গাছের দেখভাল করার জন্য এলাকায় কমিটি ছিল। কিন্তু বর্তমানে তারা আর নজরদারি চালায় না। ফলে নজরদারির ফাঁক এড়িয়ে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির এই প্রান্তিক এলাকায় ফাঁকা হয়ে যাচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। স্থানীয়দের থেকেই জানা গিয়েছে, কেটে নিয়ে যাওয়া ম্যানগ্রো গাছের অধিকাংশ জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করা হয়। তবে কিছু ক্ষেত্রে এই গাছ কেটে অবৈধ নির্মাণ করা হচ্ছে‌। ফলে ম্যানগ্রোভের প্রাচীর পাতলা হচ্ছে। অথচ এই ম্যানগ্রোভ‌ই বাঁচিয়ে রেখেছে সুন্দরবনকে।
advertisement
advertisement
গাছ কাটার এই ঘটনার পর সরব হয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের প্রতিরোধের মুখে এই কাজ আপাতত বন্ধ হয়েছে। তবে গ্রামবাসীদের দাবি, ভবিষ্যতে যাতে আর ম্যানগ্রোভ কাটানো হয় তার জন্য প্রাশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগেও এই অভিযোগ উঠেছিল। উল্লেখ্য দমকলে ম্যানগ্রোভ গাছ কাটার ঘটনা নতুন নয়। তবে সম্প্রতি সেই ঘটনা আরও বেড়েছে। এই নিয়ে মথুরাপুর-২ ব্লকের বিডিও নাজির হোসেন জানান, ম্যানগ্রোভ কাটা বেআইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ফরেস্ট অফিসকে সমস্ত কিছু জানানো হয়েছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নজরদারির ফাঁক দিয়ে দেদার ম্যানগ্রোভ নিধন
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement