South 24 Parganas News: ২০২৩-এর সাগর মেলার তীর্থযাত্রীদের জন‍্য সুখবর! থাকছে ঢালাও স্বাস্থ্য পরিষেবা 

Last Updated:

শুরু হয়ে গিয়েছে সাগর মেলা ২০২৩ এর প্রস্তুতি। সেজন্য প্রাশাসনিক ব্যস্ততা তুঙ্গে। একাধিকবার জেলার আধিকারিকগণ প্রস্তুতি খতিয়ে দেখছেন। তবে এবার সাগর মেলায় অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। অসুস্থ রোগীদের সাহার্যার্থে এবার থাকছে ঢালাও চিকিৎসা পরিষেবা।

সাংবাদিক সম্মেলনে সিএমওএইচ
সাংবাদিক সম্মেলনে সিএমওএইচ
#ডায়মন্ডহারবার : শুরু হয়ে গিয়েছে সাগর মেলা ২০২৩ এর প্রস্তুতি। সেজন্য প্রাশাসনিক ব্যস্ততা তুঙ্গে। একাধিকবার জেলার আধিকারিকগণ প্রস্তুতি খতিয়ে দেখছেন। তবে এবার সাগর মেলায় অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। অসুস্থ রোগীদের সাহার্যার্থে এবার থাকছে ঢালাও চিকিৎসা পরিষেবা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার সিএওএইচ ডা: জয়ন্ত কুমার সুকুল। এবার সাগর মেলা যে অন্যান্য মেলার থেকে আলাদা হতে চলেছে তার প্রমাণ পাওয়া গিয়েছিল আগেই। এবার স্বাস্থ্য পরিষেবার জোর দেওয়া হবে সর্বাধিক এমনি জানা যাচ্ছে।
৯ থেকে ২৩ জানুয়ারির মধ্যে সাগর মেলা উপলক্ষে ১০৩ জন মেডিক্যাল অফিসার উপস্থিত থাকবে মেলার বিভিন্ন জায়গায়। এরমধ্যে ১৮ জন থাকছে স্পেশালিস্ট চিকিৎসক। এছাড়াও প্রয়োজনে অন্যান্য স্বাস্থ্য জেলা থেকে আনা হবে অতিরিক্ত চিকিৎসক। সাগর মেলার ৫ টি পয়েন্টে থাকছে বিশেষ স্বাস্থ্যকেন্দ্র। লট নং ৮, কচুবেড়িয়া, নারায়ণপুর পিএইচসি, বেনুবণ, সাগর মেলা গ্রাউন্ডে থাকবে এই কেন্দ্র গুলি। এবারেই প্রথম শিশুদের জন্য থাকছে বিশেষ ইউনিট। ৫০ শয্যার এই ইউনিট শুধুমাত্র শিশুদের জন্য ব্যবহার করা হবে।
advertisement
advertisement
এছাড়াও গুরুতর অসুস্থ রোগীদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। থাকছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। এছাড়াও সংক্রামক রোগীদের জন্য থাকছে ৬০ শয্যার আইসোলেশান ওয়ার্ড। এছাড়াও সংলগ্ন কাকদ্বীপ, ডায়মন্ডহারবার সহ একাধিক সুপার স্পেশালিটি হাসপাতালে সাগর মেলার তীর্থযাত্রীদের জন্য আলাদাভাবে বেড সংরক্ষণ থাকবে। এছাড়াও ডায়মন্ডহারবার থেকে মেলা গ্রাউন্ড পর্যন্ত রাস্তার পাশে একাধিক জায়গায় থাকবে ফার্স্ট এইড ব্যবস্থা। থাকছে এয়ার লিফটের সুবিধাও‌‌। সবমিলিয়ে এবার সাগর মেলায় থাকবে সু স্বাস্থ্য ব্যবস্থা।
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ২০২৩-এর সাগর মেলার তীর্থযাত্রীদের জন‍্য সুখবর! থাকছে ঢালাও স্বাস্থ্য পরিষেবা 
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement