South 24 paragana,news: রাতে যাত্রা শুনতে গিয়েছিল যুবতী, সকালে মিলল নিথর দেহ! শিউরে ওঠার মত ঘটনা
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
এক আদিবাসী যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। একটি সবজি চাষের বাগানের অস্থায়ী বাসার মধ্যে থেকে যুবতীর দেহ উদ্ধার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ
দক্ষিণ ২৪ পরগনা: এক আদিবাসী যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌশুনী গ্রাম পঞ্চায়েতের বাগডাঙ্গা এলাকায়। মৃত ওই যুবতীর নাম ফুলমণি হেমব্রম,বয়স ২২।
একটি সবজি চাষের বাগানের অস্থায়ী বাসার মধ্যে থেকে ফুলমণির দেহ উদ্ধার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। ফুলমণির পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে কোনও ঝামেলা ছিল না। শনিবার রাতে পাসের পাড়ায় যাত্রাগান দেখতে গিয়েছিল ফুলমণি। রাতভর সে বাড়িতে ফেরেনি। সকালে ফুলমনির পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ মেলেনি। অবশেষে বাড়ির থেকে কিছুটা দুরে এক ব্যক্তির সবজি বাগানের অস্থায়ী বাসা থেকে ফুলমণি হেমব্রমের দেহ উদ্ধার হয়।
advertisement
আরও পড়ুন: বাড়িতে ফোন করে বাবা জানাল, ছেলেকে শ্বাসরোধ করে জমিতে পুঁতে রেখেছি! উস্তিতে মারাত্মক ঘটনা
advertisement
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ফুলমনির দেহ উদ্ধার করে দ্বারিকনগর গ্রামীন হাসপাতালে পাঠায়। প্ৰত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলমনির মুখ থেকে গাঁজলা বেরোতে দেখা যায়। তবে খুন না আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে দেহ ময়নাতদারদের জন্য পাঠানো হয়েছে কাকদ্বীপ হাসপাতাল মর্গে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৌসুনী দ্বীপের বাগডাঙ্গা এলাকায়।
advertisement
Biswajit Halder
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2023 1:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 paragana,news: রাতে যাত্রা শুনতে গিয়েছিল যুবতী, সকালে মিলল নিথর দেহ! শিউরে ওঠার মত ঘটনা