দক্ষিণ ২৪ পরগনা: এক আদিবাসী যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌশুনী গ্রাম পঞ্চায়েতের বাগডাঙ্গা এলাকায়। মৃত ওই যুবতীর নাম ফুলমণি হেমব্রম,বয়স ২২।
একটি সবজি চাষের বাগানের অস্থায়ী বাসার মধ্যে থেকে ফুলমণির দেহ উদ্ধার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। ফুলমণির পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে কোনও ঝামেলা ছিল না। শনিবার রাতে পাসের পাড়ায় যাত্রাগান দেখতে গিয়েছিল ফুলমণি। রাতভর সে বাড়িতে ফেরেনি। সকালে ফুলমনির পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ মেলেনি। অবশেষে বাড়ির থেকে কিছুটা দুরে এক ব্যক্তির সবজি বাগানের অস্থায়ী বাসা থেকে ফুলমণি হেমব্রমের দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: বাড়িতে ফোন করে বাবা জানাল, ছেলেকে শ্বাসরোধ করে জমিতে পুঁতে রেখেছি! উস্তিতে মারাত্মক ঘটনা
আরও পড়ুন: বিভীষিকা কাণ্ড মহেশতলায়! আগুনে ঝলসে যাওয়া শরীর, যুবকের চিৎকার, ছুটে এল পুলিশ
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ফুলমনির দেহ উদ্ধার করে দ্বারিকনগর গ্রামীন হাসপাতালে পাঠায়। প্ৰত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলমনির মুখ থেকে গাঁজলা বেরোতে দেখা যায়। তবে খুন না আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে দেহ ময়নাতদারদের জন্য পাঠানো হয়েছে কাকদ্বীপ হাসপাতাল মর্গে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৌসুনী দ্বীপের বাগডাঙ্গা এলাকায়।
Biswajit Halder
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fraserganj, South 24 Pargana news